মাসে মাসে অ্যাকাউন্টে ঢুকবে টাকা, বাজেটে কৃষকদের জন্য বিরাট চমক!

২৩ জুলাই বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এবারের লোকসভা নির্বাচনে বেশ কয়েকটি রাজ্যে খারাপ ফল হয়েছে বিজেপির। সেই বিষয়টি মাথায় রেখে বাজেটে বড়…

২৩ জুলাই বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এবারের লোকসভা নির্বাচনে বেশ কয়েকটি রাজ্যে খারাপ ফল হয়েছে বিজেপির। সেই বিষয়টি মাথায় রেখে বাজেটে বড় চমক দিতে পারে এনডিএ সরকার। মূলত মহিলা ও কৃষকদের (PM Kisan Samman Nidhi) জন্য একাধিক চমক থাকতে পারে বাজেটে। কয়েক মাসের মধ্যেই বিধানসভা ভোট রয়েছে কয়েকটি রাজ্যে।

বাজেট পেশ করার সময় সেই বিষয়টিও মাথায় রাখবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। মানি কন্ট্রোলের রিপোর্ট অনুযায়ী, পিএম কিষাণ সম্মাননিধির আওতায় ১০০০ টাকা করে একাধিক ধাপে কৃষকদের প্রাপ্য ব্যাঙ্কে পাঠানো হবে। মোদী 3.0 বাজেটে দারিদ্র্যসীমার নীচে থাকা মহিলাদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করা হতে পারে।

   

ওই রিপোর্টে বলা হয়েছে, বাজেটের সঙ্গে যুক্ত থাকা দুই আধিকারিক জানিয়েছেন, পিএম কিষাণ সম্মাননিধির আওতায় কৃষকদের এবার থেকে বছরে ১২০০০ টাকা দেওয়া হবে। আগে তা ৬০০০ ছিল। 

সাংঘাতিক গর্বের নজির ভারতীয় রেলের! দুনিয়ার সবচেয়ে উঁচু সেতু দিয়ে চলবে ট্রেন

পিএম কিষাণ সম্মাননিধি

আপাতত কৃষকরা ২০০০ টাকা করে বছরে তিনবার আর্থিক সাহায্য পান। অর্থাৎ, এক বছরে তাঁদের অ্যাকাউন্টে ৬০০০ টাকা সরাসরি পাঠায় কেন্দ্রীয় সরকার। সেই টাকায় বাড়িয়ে বার্ষিক ১২০০০ করা হবে। এবার আর তিনটি ইনস্টলমেন্টে নয়, প্রতি মাসে কৃষকদের অ্যাকাউন্টে ১০০০ টাকা করে পাঠানো হবে।

বাজেটে মহিলাদের জন্য বিরাট চমক থাকতে পারে বলে খবর। দারিদ্র্যসীমার নীচে থাকা মহিলাদের এককালীন ১ লক্ষ টাকার আর্থিক সাহায্য দেওয়া হতে পারে।

গ্রামাঞ্চলের মানুষদের কথা ভেবে কেন্দ্র প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু করেছিল। আপাতত সরকারের সবচেয়ে সফল প্রকল্পগুলির তালিকায় এটি শীর্ষে রয়েছে। বাজেটে এই প্রকল্পের জন্য বরাদ্দ বৃদ্ধি করা হতে পারে। ১২ জুন, ২০২৪-এর হিসেব অনুযায়ী, ২.৯৪ লক্ষ বাড়ি অনুমোদন করা হয়েছে। তার মধ্যে ২.৬২ লক্ষ বাড়ির কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে।

শিয়ালদহ শাখায় ফের যাত্রী ভোগান্তি! ২০-২১ জুলাই বাতিল বহু লোকাল ট্রেন

এক্ষেত্রে বলে রাখা ভালো, আগামী কয়েক মাসের মধ্যেই বেশ কয়েকটি রাজ্য বিধানসভা উপনির্বাচন রয়েছে। হরিয়ানা ও মহারাষ্ট্রে চলতি বছর নভেম্বরে ভোট রয়েছে। দিল্লি এবং ঝাড়খণ্ডে ২০২৫-এর শুরুতেই ভোট হওয়ার কথা রয়েছে। আর তাই বাজেটে একাধিক চমক দিতে চলেছে কেন্দ্রীয় সরকার।