২০১৯ কাট-অফে অনুদান বন্ধ, পিএম-কিষান ২১তম কিস্তি নিয়ে নতুন আপডেট

PM-Kisan-Yojana-Status

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি (PM-KISAN) প্রকল্পে নতুন কিস্তির অপেক্ষায় দেশের লক্ষ লক্ষ কৃষক। এই কেন্দ্রীয় প্রকল্পটি চালু হয়েছিল ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে, কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে। এই প্রকল্পের আওতায় প্রতি কৃষক বছরে মোট ৬,০০০ টাকা পান, তিন কিস্তিতে — প্রতিটি কিস্তিতে ২,০০০ টাকা করে, যা সরাসরি কৃষকের আধার লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়।

Advertisements

কেন অনেক কৃষক টাকা পাচ্ছেন না?

   

সরকারি নিয়ম অনুযায়ী, যারা ২০১৯ সালের ১ ফেব্রুয়ারির পর জমির মালিক হয়েছেন, তারা আগামী পাঁচ বছর পর্যন্ত এই অনুদানের জন্য অযোগ্য। অর্থাৎ, নতুন জমির মালিকরা অন্তত ২০২৪ সাল পর্যন্ত কোনো কিস্তি পাবেন না। এই সিদ্ধান্তের কারণ, প্রকল্প চালুর সময় শুধুমাত্র তখনকার জমির মালিকদেরই প্রাথমিকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

এছাড়াও, অনেক কৃষকের ক্ষেত্রেও অনুদান অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে যদি দেখা যায় —

একই পরিবারের একাধিক সদস্য (যেমন স্বামী-স্ত্রী বা সন্তান) একসঙ্গে টাকা পাচ্ছেন।

ব্যাংক অ্যাকাউন্ট আধারের সঙ্গে সঠিকভাবে যুক্ত নয়।

ই-কেওয়াইসি (e-KYC) সম্পূর্ণ হয়নি।

তথ্য যাচাই (Physical Verification) এখনো অসম্পূর্ণ।

সরকার জানিয়েছে, এ ধরনের সন্দেহজনক ক্ষেত্রে আপাতত অর্থ প্রদান স্থগিত রাখা হয়েছে যতক্ষণ না ফিজিক্যাল যাচাই সম্পন্ন হচ্ছে।

কীভাবে নিজের নাম দেখবেন উপভোক্তা তালিকায়?

১. প্রথমে যান অফিসিয়াল ওয়েবসাইটে — https://pmkisan.gov.in

Advertisements

২. হোমপেজে “Payment Success” ট্যাবের নিচে ভারতের মানচিত্র দেখতে পাবেন।

৩. ডানদিকে হলুদ রঙের “Dashboard” বোতামে ক্লিক করুন।

৪. এরপর নতুন পেজে “Village Dashboard” ট্যাবে গিয়ে রাজ্য, জেলা, উপ-জেলা ও পঞ্চায়েতের নাম নির্বাচন করুন।

৫. “Show” বোতামে ক্লিক করে “Get Report” দিন।

৬. তালিকায় আপনার নাম আছে কি না দেখতে পাবেন।

অনুদান পেতে কৃষকদের যেসব বিষয় খেয়াল রাখতে হবে

১. ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই আধারের সঙ্গে লিঙ্ক করা থাকতে হবে।
২. DBT (Direct Benefit Transfer) অপশন অ্যাক্টিভ থাকতে হবে।
৩. ই-KYC সম্পূর্ণ করতে হবে।
৪. ওয়েবসাইটে ‘Know Your Status’ অপশনে গিয়ে নিজস্ব অবস্থান চেক করুন।

কখন আসছে ২১তম কিস্তি?

যদিও এখনো সরকার আনুষ্ঠানিকভাবে ২১তম কিস্তির তারিখ ঘোষণা করেনি, তবুও আশা করা হচ্ছে শীঘ্রই টাকা জমা হতে পারে। ফেব্রুয়ারিতে ১৯তম কিস্তি এবং আগস্টে ২০তম কিস্তি প্রদান করা হয়েছিল। ফলে, নভেম্বর-ডিসেম্বর মাসেই ২১তম কিস্তি আসার সম্ভাবনা প্রবল।