আইজল: শনিবার রাজ্যের সর্বপ্রথম রেলাইন পেল মিজোরাম (Mizoram)। দেশের সঙ্গে মিজোরামকে রেলপথে সংযুক্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বৈরবি-সাইরাং রেললাইন উদ্বোধনের পর মোদী বললেন, এটি শুধুমাত্র রেলপথ নয়, বরং মিজোরামের “lifeline of transformation”। এই রেলপথ রাজ্যের কৃষি, ব্যবসা, পর্যটন এবং পরিবহণ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনবে বলেও মন্তব্য করেন তিনি।
সেইসঙ্গে বিরোধীদের কটাক্ষ করে নরেন্দ্র মোদী বলেন, “দীর্ঘদিন ধরে আমাদের দেশের রাজনৈতিক দলগুলি শুধুমাত্র তাঁদের ভোটব্যাংক পলিসি কার্যকর করেছে। যার ফলে মিজোরাম সহ উত্তরপূর্বের রাজ্যগুলি দশকের পর দশক ধরে ভুগেছে। কিন্তু বিজেপি সরকারের নীতি ভিন্ন। আগে যারা প্রান্তিক, অবহেলিত হয়ে দেশের এক কোণায় পড়েছিল, বর্তমানে তাঁরাই দেশের উন্নয়নে মুখ্য ভূমিকা পালন করছে”।
হিমালয়ের পার্বত্য অঞ্চলে রেলপথ (Railway) নির্মাণ যথেষ্ট ‘চ্যালেঞ্জিং’ হওয়া সত্ত্বেও কেন্দ্র সরকার সেই অসম্ভবকে সম্ভব করেছে বলে আগেই মন্তব্য করেছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বৈরাগি-সাইরাং রেলপথে উদ্বোধনের পর মোদী বলেন, “আজ থেকে ভারতের রেল মানচিত্রে জায়গা করে নিল আইজল। বহু সমস্যা অতিক্রম করে এই রেলপথকে বাস্তবায়িত করা সম্ভব হয়েছে আমাদের ইঞ্জিনিয়র এবং কর্মীদের দক্ষতা এবং সৎ সাহসের জন্যেই”।
কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছিলেন, “২০১৪-র আগে উত্তরপূর্ব রেলের বাজেত ছিল মাত্র ২০০০ কোটি টাকা। মোদীজি তা পাঁচগুণ বাড়িয়ে ১০ কোটি টাকা করে দেন। এটাই তাঁর কাজ করার ধরণ।” এদিন বৈরাগি-সাইরাং এর পাশাপাশি সাইরাং থেকে দিল্লি আনন্দবিহার রাজধানী এক্সপ্রেস, সাইরাং-গুয়াহাটি এক্সপ্রেস এবং সাইরাং-কলকাতা এক্সপ্রেসেরও উদ্বোধন করেন নিরেন্দ্র মোদী। রেলপথের পাশাপাশি, একাধিক সড়ক প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। আইজল ভাইপাস রোড, থেনাজল-সিয়ালসুক রোড এবং খানকান-রোঙ্গুরা রোডের ভিত্তিপ্রস্তর স্থাপন কোর্স হবে শনিবার।