PM in Manipur: পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল চেয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিল কুকিরা

আইজল: সুদূরপ্রসারী সমাধানে নিজেদের পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল চাইছে মণিপুরের (Manipur) কুকি সম্প্রদায়। শনিবার প্রধানমন্ত্রীর রাজ্য সফরকালে এই আর্জি জানিয়ে ১০ জন বিধানসভার কুকি (Kuki) সদস্য…

PM in Manipur: পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল চেয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিল কুকিরা

আইজল: সুদূরপ্রসারী সমাধানে নিজেদের পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল চাইছে মণিপুরের (Manipur) কুকি সম্প্রদায়। শনিবার প্রধানমন্ত্রীর রাজ্য সফরকালে এই আর্জি জানিয়ে ১০ জন বিধানসভার কুকি (Kuki) সদস্য দ্বারা সাক্ষরিত একটি স্মারকলিপি জমা দেয়। এর সঙ্গেই ২০২৩-এর সংঘর্ষের পর প্রধানমন্ত্রীর এই প্রথম মণিপুর সফরকালে রাজ্যের রূপরেখা পরিবর্তনের ইঙ্গিত মিলতে শুরু করেছে।

স্মারকলিপিতে বিগত ২৮ মাস ধরে ঘটে চলা অত্যাচারের বর্ণনা দিয়ে প্রধানমন্ত্রীর (PM) সাহায্য চেয়েছে মণিপুরের কুকি সম্প্রদায়। তাঁরা জানিয়েছে, উপত্যকা থেকে তাঁদের নির্মূল করা হয়েছে। শারীরিক মানসিক নির্যাতন, মহিলাদের ধর্ষণ, ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে সংখ্যাগরিষ্ঠ মেইতেইরা।

   

আর এক ছাদের তলে নয়!

বর্তমানে মণিপুরের অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও ২০২৩ এর দাঙ্গার কথা ভুলতে পারছেন না সেখানকার মানুষ। সংখ্যাগরিষ্ঠ মেইতেই দের সঙ্গে এক রাজ্যে এক শাসনব্যবস্থার মধ্যে থাকা কুকিদের পক্ষে আর সম্ভব হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয় স্মারকলিপিতে। “আমরা প্রতিবেশী রাজ্য হিসেবে শান্তিপূর্ণ ভাবে থাকতে রাজি। কিন্তু একই ছাদের তয়ায় আর নয়।”

Advertisements

চাই পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল

১০ জন কুকি এমএলএ দ্বারা সাক্ষরিত স্মারকলিপিতে প্রধানমন্ত্রীর (PM) কাছে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি জানিয়েছেন তাঁরা। পরিস্থিতি আপাতত স্থিতিশীল হলেও অদূর ভবিষ্যতে দুই জনগোষ্ঠীর মধ্যে তা কতটা বজায় থাকবে সেই নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে মণিপুরের কুকি সম্প্রদায়। তাই সুদূরপ্রসারী সমাধান এবং শান্তি বজস্য রাখার জন্য আবেদন জানিয়েছেন তাঁরা। “প্রধানমন্ত্রী এবং ঈশ্বর ছাড়া তাঁদের আর কোনও ভরসাস্থল নেই” বলে জানানো হয়েছে স্মারকলিপিতে।