HomeBharatপ্রধানমন্ত্রী সংসদে ‘নাটক’ করতে গিয়ে সমস্যাগুলি এড়িয়ে চলছেন, তোপ প্রিয়াঙ্কার

প্রধানমন্ত্রী সংসদে ‘নাটক’ করতে গিয়ে সমস্যাগুলি এড়িয়ে চলছেন, তোপ প্রিয়াঙ্কার

- Advertisement -

সংসদে আলোচনার আগে প্রধানমন্ত্রী মোদী বিরোধী দলগুলোকে কটাক্ষ করে বলেছিলেন, সংসদে “নাটক” নয়, বরং “কার্যকরী” কাজ প্রয়োজন। তিনি আরও বলেছিলেন, সংসদ যেন ত্রিকোণ নাটকের মঞ্চ না হয়ে ওঠে, এবং বিরোধী দলের নেতাদের কার্যক্রম নিয়ে মন্তব্যও করেন। তাঁর এই বক্তব্যের পর কংগ্রেসের ওয়ায়ানাড সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী মোদীকে পাল্টা আক্রমণ করে বলেন, “নির্বাচন পরিস্থিতি, SIR এবং দিল্লির বায়ু দূষণ কোনো তুচ্ছ বিষয় নয়। এগুলো বড় সমস্যা, যেগুলো নিয়ে সংসদে আলোচনা হওয়া উচিত। সংসদ কী? এটা কি নাটকের মঞ্চ? এগুলো নিয়ে কথা বলা এবং আলোচনা করা কোনো নাটক নয়। নাটক হলো, জনগণের গুরুত্বপূর্ণ সমস্যাগুলো নিয়ে গণতান্ত্রিক আলোচনায় বাধা দেওয়া।”

প্রধানমন্ত্রী মোদী সংসদের শীতকালীন অধিবেশনের শুরুতে এক বিবৃতিতে বিরোধী দলগুলোর উদ্দেশে বলেন, “এটা নাটক করার জায়গা নয়। এখানে কাজ করতে হবে, দায়িত্ব পালন করতে হবে।” তিনি আবারও বিরোধী দলগুলোর উদ্দেশে ইঙ্গিত করে বলেন, তিনি তাদেরকে “কীভাবে তাদের দায়িত্ব পালন করা উচিত” তা শেখাতে পারেন। এই মন্তব্যের পর, প্রিয়াঙ্কা গান্ধী প্রধানমন্ত্রীকে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “প্রধানমন্ত্রী সংসদে নাটক নয়, কর্মপরিকল্পনা ও সমস্যা নিয়ে আলোচনা চেয়েছেন। তবে, সরকারের প্রধান কাজ যে জনগণের সমস্যাগুলো সমাধান করা, সেটা তিনি ভুলে গেছেন। বিরোধীরা সংসদে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরছে, যা জনগণের জন্য একেবারে মৌলিক। অথচ, সরকার এসব বিষয়ে কোনো পদক্ষেপ নিতে চাইছে না।”

   

প্রিয়াঙ্কা গান্ধী আরও বলেন, “যদি সংসদে প্রকৃত সমস্যাগুলো নিয়ে আলোচনা না হয়, তাহলে এর মানে হলো সরকার জনগণের স্বার্থে কিছুই করছে না। SIR এবং বায়ু দূষণ এমন বিষয়, যেগুলো ভারতের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে। সেগুলো নিয়ে সংসদে আলোচনা করা, তা আলোচনার জায়গা হিসেবে প্রাধান্য পাওয়াটাই উচিত।” তিনি আরও বলেন, “সরকারের কাছে এমন কোনও দৃষ্টিভঙ্গি নেই যে, এই সমস্যাগুলো সমাধানের দিকে এগিয়ে যাওয়া দরকার। বরং, তারা চায় সংসদে ওই সব বিষয় নিয়ে কোনো আলোচনা না হোক।”

 

 

- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular