Physical Assault: টানা ৬ বছর ধরে ছাত্রীকে ধর্ষণ! গর্ভবতী হতেই পালাল শিক্ষক

Minor's Sexual Assault

টানা ৬ বছর ধরে ছাত্রীকে ধর্ষণের (Physical Assault) অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। ছাত্রী গভর্বতী হতেই উধাও শিক্ষক। চাঞ্চল্যকর ঘটনাটি ছত্তিশগড়ের গৌরেলা পেন্দ্রা মারওয়াহির। ওই ছাত্রীর যখন ১২ বছর বয়স, সেই সময় প্রথম তাকে ধর্ষণ করে ওই শিক্ষক। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টানা ৬ বছর নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করে সে। ক্রমাগত ধর্ষণের কারণে ওই ছাত্রী গর্ভবতী হয়ে পড়ে। সেই সময়ই ধর্ষণের বিষয়টি সামনে আসে। বিপদ টের পেয়ে পালিয়ে যায় ওই শিক্ষক। অভিযুক্ত শিক্ষককে খুঁজছে পুলিশ।

গৌরেলা পেন্দ্রা মারওয়াহি জেলার স্কুল শিক্ষক মহেন্দ্র সোনির বিরুদ্ধেই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশের কাছে দায়ের করা অভিযোগে ছাত্রীর পরিবারের জানিয়েছে, ১২ বছর বয়সে ওই ছাত্রীকে প্রথম ধর্ষণ করে শিক্ষক। এরপর বিয়ের অজুহাতে দীর্ঘ কয়েক বছর ধরে শারীরিক সম্পর্ক করতে থাকে। আচমকা নির্যাতিতা অন্তঃসত্ত্বা হলে গোটা বিষয়টি প্রকাশ্যে আসে। নির্যাতিতা তার পরিবারকে সব জানায়। এরপর পুলিশে অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার।

   

Brij Bhushan Singh: বড় ধাক্কা বিজেপির ‘দাপুটে’ নেতা ব্রিজভূষণের, দিল্লি আদালতের চার্জ গঠন

এদিকে ছাত্রী অন্তঃসত্ত্বা হওয়ার খবর পাওয়া মাত্রই অভিযুক্ত শিক্ষক পালিয়ে যায় বলে অভিযোগ। গৌরেলা থানায় অভিযোগ দায়ের করেছে নির্যাতিতা ছাত্রীর পরিবার। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ পকসো, ২৯৪, ৩৪২, ৩৭৬ A, ৩৭৬ N ৫০৬ ধারায় মামলা দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, ছাত্রীর শারীরিক পরীক্ষা করা হয়েছে। অভিযুক্ত শিক্ষকের খোঁজ চালাচ্ছে পুলিশ। দ্রুত তাকে খুঁজে বের করা হবে বলে আশাপ্রকাশ করেছেন এক পুলিশ আধিকারিক।

Mamata Banerjee: ‘যখন ভোট আসে মমতা…’, চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন অর্জুন সিং

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন