সপ্তাহান্তে পেট্রোল ডিজেলের দাম কত? দেখে নেওয়া যাক

সকালে ঘুম থেকে উঠেই চোখ থাকে খবরে। আজ কত যাচ্ছে পেট্রোল (petrol) কিংবা ডিজেলের (diesel) দাম (prices)। জায়গা বিশেষে আলাদা হয় পেট্রোলের দাম। কলকাতায় শনিবার…

Oil Prices Drop on Friday, Check the Latest Rates in Kolkata

short-samachar

সকালে ঘুম থেকে উঠেই চোখ থাকে খবরে। আজ কত যাচ্ছে পেট্রোল (petrol) কিংবা ডিজেলের (diesel) দাম (prices)। জায়গা বিশেষে আলাদা হয় পেট্রোলের দাম। কলকাতায় শনিবার সপ্তাহের শেষে পেট্রোলের দাম যাচ্ছে লিটার পিছু ১০৫ টাকা ৮৭ পয়সা। অন্যদিকে অন্যদিকে ডিজেলের দাম যাচ্ছে ৯২ টাকা ৬২ পয়সা প্রতি লিটার।

   

এবার অন্য মেট্রোপলিটন শহরের দিকে চোখ রাখা যাক। মুম্বইতে পেট্রোলের দাম লিটার প্রতি ১০৩.৪৪ টাকা। আর ডিজেলের দাম ৮৯.৯৭ টাকা প্রতি লিটার। চেন্নাইতে পেট্রোলের দাম ১০০.৮৫ টাকা প্রতি লিটার। আর ডিজেলের দাম যাচ্ছে লিটার পিছু ৯২.৪৩ টাকা। দেশের রাজধানী দিল্লিতে এই দাম তুলনায় কম। ৯৪.৭২ টাকা প্রতি লিটার পেট্রোল আর ডিজেল লিটার পিছু ৮৭.৬২ টাকা।

শুধু মেট্রোপলিটন শহরেই নয়, এই পেট্রোল আর ডিজেলের দামের হেরফের হয় একই রাজ্যের ভিন্ন শহরগুলিতে।পশ্চিমবঙ্গের অন্য বড় শহরগুলোর মধ্যে বাঁকুড়ায় ১০৫.২১ টাকা, হুগলিতে ১০৫.২৪ টাকা, দার্জিলিং -এ ১০৪.৬৬ টাকা, ঝাড়গ্রামে ১০৫.৭৮ টাকা এবং মালদায় ১০৪.৯৮ টাকা প্রতি লিটার পেট্রোলের দাম। অন্যদিকে এই শহরগুলিতে ডিজেলের দাম যথাক্রমে ৯২.৪০ টাকা, ৯২.০৩ টাকা, ৯১.৬১ টাকা, ৯২.৫৩ টাকা এবং ৯১.৫৬ টাকা।

গত ১০ দিন ধরেই পেট্রোল আর ডিজেলের দাম রয়েছে অপরিবর্তিত। ভারতে এই দাম নির্ভর করে আন্তর্জাতিক অপরিশোধিত তেলের বাজারমূল্যের ওপর। বিশ্বে এখন অপরিশোধিত তেলের দাম কমছে। যদিও তার প্রভাবে এখনও পর্যন্ত দেশে দাম কমেনি।

আপনিও এবার থেকে ছোট্ট এক এসএমএসের মাধ্যমেই জেনে যেতে পারবেন আপনার শহরের দৈনিক রেট চার্ট। ইন্ডিয়ান ওয়েলের গ্রাহকেরা RSP লিখে এরপর স্পেস দিয়ে ডিলার কোডটি লিখে ৯২২৪৯৯২২৪৯ এই নম্বরে মেসেজ পাঠালেই সঙ্গে সঙ্গে জেনে যাবেন বর্তমানে পেট্রোলের দাম কত যাচ্ছে। বিপিসিএলের গ্রাহকদের ক্ষেত্রেও একই নিয়ম, শুধু পাঠাতে হবে ৯২২৩১১২২২২ এই নম্বরে। আর যদি হন এইচপিসিএলের গ্রাহক সেক্ষেত্রে RSP এর জায়গায় HPPRICE লিখে পাঠাতে হবে ৯২২২২০১১২২ এই নম্বরে।