বিগত চার মাস ধরে পেট্রোল (Petrol), ডিজেল (diesel) ও রান্নার গ্যাসের দাম বাড়েনি। অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পরই জ্বালানির দাম বাড়বে। বাস্তবে সেটাই হল। চার মাসের কিছু বেশি সময় পর মঙ্গলবার প্রথম পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়ে। বুধবার দ্বিতীয় দিনেও পেট্রোল-ডিজেলের দাম বাড়ল।
বুধবার প্রতি লিটার পেট্রোলে ৮৩ পয়সা এবং ডিজেলে ৮০ পয়সা দাম বেড়েছে। ফলে বুধবার কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম বেড়ে হয় ১০৬.৩৪ টাকা। বুধবার কলকাতায় প্রতি লিটার ডিজেলের দাম বেড়ে হয় ৯১.৪২ টাকা।
উল্লেখ্য, মাস কয়েক আগে পেট্রোল-ডিজেলের দাম একটানা বেড়ে সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছিল। যে কারণে নরেন্দ্র মোদি সরকার ২০২১ সালের ২ নভেম্বর পেট্রোল ও ডিজেলের উপর থেকে যথাক্রমে ৫ টাকা ও ১০ টাকা কর ছাড় দেওয়ার ঘোষণা করেছিল। ওই ঘোষণার পর একটানা ১৩৭ দিন পেট্রোল-ডিজেলের দাম ছিল অপরিবর্তিত,। কিন্তু পাঁচ রাজ্যের ভোট প্রক্রিয়া মিটতেই মঙ্গলবার প্রথমবার পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়ে। বুধবার ফের পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হল।
রাশিয়ায় ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম অনেকটাই বেড়েছে। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে দেশের বাজারেও পেট্রোল ডিজেল এবং গ্যাসের দাম বাড়ল বলে অনেকেই মনে করছেন। এরই মধ্যে আমেরিকা ও পশ্চিমী দেশগুলি রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে। যে কারণে রাশিয়া নিজেদের অর্থনীতিকে চাঙ্গা রাখতে সস্তা দরে ভারতকে বিপুল পরিমাণ তেল বিক্রির চুক্তি করেছে। তবে সস্তা দরে কেনা সেই তেল এখনও দেশে এসে পৌঁছায়নি। তাই মানুষকে সমস্যায় ফেলেই ফের পেট্রোল-ডিজেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল মোদি সরকার।