ভোট চুরি হলে নেপালের মত মানুষ রাস্তায় নামবে: EC-কে হুঁশিয়ারি অখিলেশের

নয়াদিল্লি: অক্টোবর-নভেম্বরে বিহারে নির্বাচন। ২০২৬ এ পশ্চিমবঙ্গ, কেরল সহ একাধিক রাজ্যে রয়েছে বিধানসভা ভোট। আসন্ন নির্বাচনকে পাখির চোখ করে বিজেপি সহ নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘ভোট…

ভোট চুরি হলে নেপালের মত মানুষ রাস্তায় নামবে: EC-কে হুঁশিয়ারি অখিলেশের

নয়াদিল্লি: অক্টোবর-নভেম্বরে বিহারে নির্বাচন। ২০২৬ এ পশ্চিমবঙ্গ, কেরল সহ একাধিক রাজ্যে রয়েছে বিধানসভা ভোট। আসন্ন নির্বাচনকে পাখির চোখ করে বিজেপি সহ নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘ভোট চুরির’ (Vote Chori) অস্ত্রে শাণ দিচ্ছে ইন্ডি জোট। এবার ভোট-চুরি হলে নেপালের যেন জি আন্দোলনের মত ভারতের জনগণও পথে নামবে বলে নির্বাচন কমিশনকে সরাসরি হুঁশিয়ারি দিলেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব।

শুক্রবার নেপাল্বের নামোল্লেখ না করেই তিনি বলেন, “স্বচ্ছভাবে ভোট করানোর দায়িত্ব নির্বাচন কমিশনের। সবাই জানে, ভোট চুরি (Vote Chori) করেও জিততে না পারলে ওরা হাতে বন্দুক তুলে নেবে। যদি এরকম ঘটনা ঘটে, তাহলে প্রতিবেশী দেশের মত এখানেও মানুষ পথে নামবে”। ২০২৪ লোকসভা নির্বাচনে বড় মাত্রায় ভোট চুরি করেই এনডিএ পুনরায় ক্ষমতায় এসেছে বলে বরাবর তোপ দেগে আসছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

   

এই নিরিখে আগস্ট মাসে ১৩০০ কিলোমিটার ভোটার অধিকার যাত্রা করেন রাহুল। সেই যাত্রায় রাহুল-তেজস্বীর সঙ্গে যোগ দিয়েছিলেন সমাজবাদী পার্টির প্রমুখ অখিলেশও। নির্বাচনের আগে অনুপ্রবেশকারী এবং ভুয়ো ভোটারদের ছেঁটে ফেলতে দেশজুড়ে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন নিয়ে সুর চড়িয়েছে বিজেপি।

Advertisements

আমজনতার নাগরিকত্ব ছিনিয়ে বিজেপির এটি ভোট চুরির (Vote Chori) ফিকির বলে পাল্টা সরব কংগ্রেস সহ অন্যান্য বিরোধীরা। উল্লেখ্য, বুধবারেই দুর্নীতি নিয়ে কেন্দ্র সরকারকে নিশানা করে নেপালের মত পরিস্থিতি ভারতেও হতে অয়ারে বলে তোপ দাগেন শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত।