হু হু করে নাগরিকত্ব ছাড়ছে ভারতীয়রা, চিন্তায় কেন্দ্র

চাকরি করতে বিদেশে চলে যাচ্ছে ভারতীয়রা। তারপর সেখানেই চাকরি করে সংসারও বসিয়ে ফেলছেন বিদেশ বিভুঁইয়ে। নাড়ীর টান কাটাতে ছাড়ছেন ভারতীয় নাগরিকত্বও। গত বছর ২০২৩ সালে…

Modi

চাকরি করতে বিদেশে চলে যাচ্ছে ভারতীয়রা। তারপর সেখানেই চাকরি করে সংসারও বসিয়ে ফেলছেন বিদেশ বিভুঁইয়ে। নাড়ীর টান কাটাতে ছাড়ছেন ভারতীয় নাগরিকত্বও। গত বছর ২০২৩ সালে ২লক্ষ ১৬ হাজার নাগরিকত্ব ত্যাগ করেছে। সম্প্রতি প্রকাশিত কেন্দ্রের নথিতে উঠে এসেছে এমন অবাক করা তথ্য। জানা গিয়েছে, ২০২২ সালে নাগরিকত্ব ছেড়েছিলেন ২লক্ষ ২৫ হাজারের ওপরে ভারতীয়। আর এই ইস্যুতেই কেন্দ্রকে চেপে ধরেছে কংগ্রেস ও আম আদমী পার্টি বা আপ।

ভয়ঙ্কর কাণ্ড! নীতীশ কুমারের অফিস উড়িয়ে দেওয়ার হুমকি আল কায়দার, তদন্তে পুলিশ

   

আপ নেতা রাঘব চাড্ডা বলেন,

“মেধাসম্পন্ন ভারতীয়রা নাগরিকত্ব ত্যাগ করলে, দেশের জন্য তা বড় আক্ষেপের। শুধু তাই নয়, এতে দেশের মেধাসম্পদ হ্রাস পাবে ও আর্থিক বৃদ্ধির গতি কমবে।”

মূলত প্রবাসী ভারতীয় ও মেধাসম্পন্ন ভারতীয়দের থেকেই দেশের সামগ্রিক উন্নতি ও আর্থিক বিকাশ হয়ে থাকে। তাই তাঁরা চলে গেলে দেশের প্রগতি ধাক্কা খেতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

BJP: শুধুই মেয়েই নয়, পুরুষদের সঙ্গেও যৌন সঙ্গম করেন অমিত মালব্য, বিস্ফোরক অভিযোগ!

সম্প্রতি প্রকাশিত রিপোর্টে দেখা গিয়েছে, ২০২২ সালে এক লক্ষ ৬৩ হাজারের ওপর ভারতীয় নাগরিকত্ব ছেড়েছেন। ২০২০ সালে তার সংখ্যা ৮৫ হাজারের ওপর এবং ২০১৯ সালে সেই সংখ্যা ছিল এক লক্ষ ৪৪ হাজার ১৭ জন।

উত্তরপ্রদেশে বড় সংকট! দশে দশ না পেলে ‘ডাহা ফেল’ যোগী

এই রিপোর্ট হাতে আসতেই মোদী সরকারের বিরুদ্ধে খড়গহস্ত হয়েছে কংগ্রেস। দলের প্রবীণ নেতা জয়রাম রমেশরা কেন্দ্রকে কটাক্ষ করে বলেন ২০১১ সালে এই সংখ্যা ছিল এক লক্ষ ২৩ হাজার। মাত্র দশ বছরে তা দ্বিগুনের বেশি বেড়েছে। যদিও বিরোধীদের দাবি মানতে নারাজ কেন্দ্র। তাঁদের দাবি, ব্যক্তিগত কারণেই এই দেশের নাগরিকত্ব ছেড়েছেন বহু ভারতীয়।

তবে সেকথা মানতে চায়নি কংগ্রেস, গত তিন বছরে দেশের ১৭ হাজার ব্যবসায়ী নাগরিকত ছেড়েছেন বলে পালটা দাবি তাঁদের।