উপত্যকায় ভোট! বিজেপিকে রুখতে জোট বাঁধার ‘প্ল্যান’ ওমর-মেহবুবার

৩৭০ ধারা অবলুপ্তির পর নির্বাচন হতে চলেছে জম্মু ও কাশ্মীরে (J&K Election)। আগামী সেপ্টেম্বরেই বিধানসভা নির্বাচন ভূস্বর্গে। শুক্রবার নির্বাচন কমিশনের ঘোষণায় ঢাকে কাঠি পড়েছে। তবে প্রশ্ন উঠছে আসন্ন বিধানসভা ভোটে কী বিজেপিকে (BJP) রুখতে জোট বাঁধবে এনসি (NC), পিডিপি-র (PDP) মতো বিরোধী রাজনৈতিক দলগুলো?

Advertisements

শনি কূটনীতি! দিল্লিতে ড. ইউনূসের ভাষণ শুনবেন মোদী ও পলাতক হাসিনা

তিন দফায় ভোট হবে উপত্যকায়। ভোটগ্রহণ ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর। ফলাফল ৪ অক্টোবর। এই ভোটের সূচি প্রকাশ্যে আসার পরই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে উপত্যকায়। কয়েকদিন আগেই ন্যাশনাল কনফারেন্স সহ-সভাপতি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা(Omar Abdullah) জানিয়েছিলেন যে, বিধানসভা নির্বাচনে অংশ নেবেন না।

কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা না দিলে তিনি সক্রিয় নির্বাচনে অংশগ্রহণ করবেন না। তারপরেই এনসির কর্মীরা ফারুক আবদুল্লাহের দ্বারস্থ হন। শেষপর্যন্ত চাপে পড়েই নির্বাচনে লড়ার কথা জানান ওমর। এদিকে পিডিপি নেত্রী মেহবুবা মুফতিও ভোটে লড়বেন না বলে জানিয়েছিলেন। তবে পিডিপির অন্যান্য প্রার্থীদের হয়ে তিনি ভোট প্রচার করবেন বলে জানা গিয়েছে। ২০১৫ সালে পিডিপিকে সঙ্গে নিয়ে সরকার গড়েছিল বিজেপি। তবে এবার নির্বাচনে পিডিপি ও এনসি কী বিজেপির বিরুদ্ধে লড়বে, সেই সম্ভাবনাই প্রবল, মনে করছে রাজনৈতিক মহল।

আরজি কর কাণ্ড: মুখ খুললেন সদগুরু, তুললেন বড় দাবি

Advertisements

৩৭০ অবলুপ্তির পর উপত্যকায় কেন্দ্র বিরোধী হাওয়া তীব্রতর হয়। গৃহবন্দি করে রাখা হয় সমস্ত হাই-প্রোফাইল নেতাদের। তা নিয়ে কম হয়নি বিতর্ক। ৩৭০ রদ করে ভূস্বর্গে শান্তি ফিরেছে। কিন্তু কাশ্মীরিদের থেকে তাঁদের আত্মা কেড়ে নেওয়ার জবাব এবার বিজেপিকে দিয়ে দেবে উপত্যকার মানুষ।”

‘দয়া করে বলবেন না’, সাংবাদিক দেখেই রীতিমত কাকুতিমিনতি ডাঃ সন্দীপের

নির্বাচনের জন্য প্রস্তুত বিজেপিও। তাঁদের গলাতেও শোনা গিয়েছে আত্মবিশ্বাসের সুর। প্রায় এক দশক বাদে নিজেদের সরকার গঠন, ৩৭০ ধারা রদ, উপত্যকায় সন্ত্রাসবাদী কার্যকলাপ বেড়ে যাওয়ার মতো ঘটনাগুলো যে এই নির্বাচনের প্রধান ইস্যু হবে, তা বলাইবাহুল্য। তবে এনসি-পিডিপির ‘সম্ভাব্য’ জোট বিজেপি কীভাবে মোকাবিলা করে সেটাই দেখার।