পানমশলায় নতুন সেস! গুটখা-সিগারেটে বাড়তি করের পথে কেন্দ্র?

Parliament Economic Bills 2025

ভারতীয় সংসদের শীতকালীন অধিবেশন আজ, ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। অধিবেশনের শুরুতেই অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ ন’টি বিল তালিকাভুক্ত করেছে কেন্দ্রীয় সরকার। এর মধ্যে রয়েছে বিমা আইন সংশোধন, তামাক ও পানমশলার ওপর নতুন কর ও সেস আরোপ, এবং শেয়ার বাজার সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ সংস্কার।

বিমা খাতে ১০০% FDI–র পথে নতুন বিল

এই অধিবেশনে কেন্দ্র Insurance Laws (Amendment) Bill, 2025 আনতে চলেছে। প্রস্তাব অনুযায়ী, বিমা খাতে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের সীমা ৭৪ শতাংশ থেকে বাড়িয়ে ১০০ শতাংশ করা হবে। নতুন প্রজন্মের আর্থিক সংস্কারের অংশ হিসেবে এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এ পর্যন্ত বিমা খাতে মোট ৮২ হাজার কোটি টাকা FDI এসেছে।

   

তামাক–পানমশলার উপর নতুন শুল্ক: কেন্দ্রের দুটি সংশোধনী বিল Parliament Economic Bills 2025

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ লোকসভায় তুলবেন—

Central Excise (Amendment) Bill, 2025

Health Security se National Security Cess Bill, 2025

এই দুটি বিলের মাধ্যমে সিগারেটসহ তামাকজাত পণ্যের ওপর নতুন আবগারি শুল্ক আরোপ এবং পান মশলার ওপর নতুন সেস বসানোর প্রস্তাব আনা হয়েছে। বর্তমানে তামাক ও পানমশলার ওপর ২৮ শতাংশ GST রয়েছে, তার সঙ্গে আলাদা ক্ষতিপূরণ সেসও নেওয়া হয়। নতুন বিলগুলির লক্ষ্য— নিরাপত্তা ও জনস্বাস্থ্যের খাতে তহবিল বাড়ানো।

একীভূত শেয়ারবাজার আইন: আসছে Securities Markets Code Bill 2025

এ অধিবেশনেই আসছে Securities Markets Code Bill 2025, যার লক্ষ্য—
SEBI Act, Depositories Act এবং Securities Contracts Act—এই তিনটি আইনকে এক ছাতার নীচে আনা। ফলে শেয়ার বাজারে ব্যবসা আরও সহজ হবে বলে মনে করছে সরকার।

Jan Vishwas Bill: ক্ষুদ্র অপরাধ ডিক্রিমিনালাইজেশনে বড় উদ্যোগ

আগস্টে লোকসভায় পেশ হওয়া Jan Vishwas (Amendment of Provisions) Bill 2025 এবার আলোচনার জন্য তুলতে চলেছে সরকার। দেশের ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন ক্ষুদ্র অপরাধের ফৌজদারি প্রকৃতি বাতিল করার প্রস্তাব রয়েছে এই বিলে। বিলটি বর্তমানে সিলেক্ট কমিটির পর্যালোচনাধীন।

অন্য অর্থনৈতিক বিলগুলিও এজেন্ডায়

এছাড়াও তালিকাভুক্ত রয়েছে—

Insolvency and Bankruptcy Code (Amendment) Bill, 2025

Manipur GST (Second Amendment) Bill, 2025

National Highways (Amendment) Bill, 2025

Corporate Laws (Amendment) Bill, 2025

অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে এ বিলগুলিকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

অধিবেশন শুরুর আগে সর্বদল বৈঠক

রবিবার অনুষ্ঠিত সর্বদল বৈঠকে উপস্থিত ছিলেন ৩৬টি দলের ৫০ জন নেতা। বৈঠকে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সভাপতি জেপি নড্ডা, সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু সহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা।

আলোচনার কেন্দ্রে থাকবে SIR, দিল্লি বিস্ফোরণ ও জাতীয় নিরাপত্তা

অধিবেশন শুরুর আগে থেকেই স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) নিয়ে বিরোধীরা সরব। দিল্লির বিস্ফোরণ পরবর্তী জাতীয় নিরাপত্তা, শ্রম আইন এবং আরও কয়েকটি বিষয়ে তীব্র বিতর্কের ইঙ্গিত মিলেছে সর্বদল বৈঠকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন