Panama Papers: প্রাক্তন মিস ওয়ার্ল্ডকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ ইডির 

aishwarya-rai-bachchan

নিউজ ডেস্ক: পানামা পেপারস কেলেঙ্কারি (Panama Papers) কান্ডে বচ্চন পুত্রবধূকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ভারতে বিপুল পরিমাণ কর ফাঁকি দিয়ে বিদেশে মোটা সংখ্যক অর্থ গচ্ছিত রেখেছেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড।

পানামার একটি লিগ্যাল ফার্ম ‌’মোসাক‌ ফনসেকা’ গোপন দলিল ফাঁস করার পর ইডির জেরার মুখে পড়তে হল বিগ-বি’র পুত্রবধূকে। সোমবার জিজ্ঞাসাবাদের জন্য ইডির অফিসে ডেকে পাঠানো হয়েছিল ঐশ্বর্য রাই বচ্চনকে। টানা ৬ ঘন্টা জেরার পর সন্ধ্যা ৭ টার পর ইডির অফিস থেকে বেরিয়ে আসেন প্রাক্তন বিশ্বসুন্দরী ‘Ash’।

   

দেশে কর ফাঁকি দিয়ে বিদেশে বিপুল অর্থ গচ্ছিত রাখার ঘটনা নতুন নয়। কিছুদিন আগে পর্যন্ত যেখানে প্রায়শই বিদেশে বিপুল অর্থ গচ্ছিত রাখার অন্যতম ঠিকানা হিসাবে সুইস ব্যাংকের নাম উঠে আসত, সেখানে এখন হামেশাই নাম উঠে আসে বিভিন্ন দ্বীপের; যার মধ্যে অন্যতম হলো পানামা। এই পানামা দ্বীপেই অফশোর কোম্পানির মাধ্যমে বিপুল সংখ্যক ভারতীয় টাকা রেখেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন,এমনটাই অভিযোগ উঠছে বচ্চন পুত্রবধূর বিরুদ্ধে। সম্প্রতি পানামার লিগল ফার্ম থেকে বেশ কিছু গোপন দলিল ফাঁস হয়ে যায়। পানামা দ্বীপে দলিল ফাঁস হয়ে যাওয়ার পর ঐশ্বর্য রাইকে ইডির সমন পাঠানো হয়েছে। বলিউডে এখন অন্যতম চর্চার বিষয় হয়ে উঠেছে পানামা পেপার্স লিক।

বচ্চন পরিবারে একের পর এক সদস্যকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিছুদিন আগে বিগ বি অমিতাভ বচ্চনের পুত্র অভিষেক বচ্চনকে অন্য এক ঘটনার জন্য তলব করা হয়। ইডির অফিসের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় অভিষেককে। ছেলেকে জিজ্ঞাসাবাদের ‌কিছুদিন সময়ের ব্যবধানে ফের পুত্রবধূকে ডেকে পাঠানো অস্বস্তি বাড়ছে বচ্চন পরিবারের অন্দরে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন