আধার-প্যান লিঙ্ক করার শেষ দিন ৩১ ডিসেম্বর ২০২৫। নির্ধারিত সময়ের মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ না করলে প্যান কার্ড নিষ্ক্রিয় (Inoperative) হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে বলে স্পষ্ট করেছে আয়কর দপ্তর। ফলে বছর শেষের আগে আধার-প্যান সংযুক্ত করা এখন বাধ্যতামূলক হয়ে উঠেছে লক্ষ লক্ষ করদাতার জন্য।
কারা বাধ্যতামূলকভাবে লিঙ্ক করবেন?
আয়কর দপ্তরের ৩ এপ্রিল ২০২৫ তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী, যাঁদের প্যান কার্ড ১ অক্টোবর ২০২৪-এর আগে আধার নম্বর ব্যবহার করে ইস্যু করা হয়েছিল, তাঁদের ক্ষেত্রে আধার-প্যান লিঙ্ক করার শেষ সময়সীমা ৩১ ডিসেম্বর ২০২৫।
আইন অনুযায়ী, এই সময়সীমা পেরিয়ে গেলে সংশ্লিষ্ট প্যান নম্বর অকার্যকর বলে গণ্য হবে, যার ফলে আয়কর রিটার্ন ফাইল করা, ব্যাঙ্কিং বা আর্থিক লেনদেন-সবকিছুতেই জটিলতা তৈরি হতে পারে।
আধার-প্যান লিঙ্কিং কী?
আধার-প্যান লিঙ্কিং হল একজন ব্যক্তির প্যান নম্বরের সঙ্গে তাঁর আধার নম্বর যুক্ত করা, যাতে পরিচয় যাচাই সহজ হয় এবং একাধিক প্যান ইস্যুর মতো অনিয়ম রোধ করা যায়।
আয়কর আইনের ধারা ১৩৯AA অনুযায়ী, যাঁরা ১ জুলাই ২০১৭-এর আগে বা পরে প্যান পেয়েছেন এবং যাঁরা আধার পাওয়ার যোগ্য, তাঁদের ক্ষেত্রে আধার নম্বর জানানো বাধ্যতামূলক।
কেন গুরুত্বপূর্ণ এই লিঙ্কিং?
আয়কর দপ্তরের ইউজার ম্যানুয়াল অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে আধারের সঙ্গে প্যান যুক্ত না করলে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। নিষ্ক্রিয় প্যান দিয়ে-
আয়কর রিটার্ন দাখিল করা যাবে না
ব্যাঙ্ক বা আর্থিক লেনদেনে সমস্যা হবে
সরকারি ও বেসরকারি নানা পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে
উল্লেখ্য, নতুন প্যান কার্ডের জন্য আবেদন করলে আধার-প্যান লিঙ্কিং স্বয়ংক্রিয়ভাবেই সম্পন্ন হয়।
কারা এই পরিষেবা নিতে পারবেন?
‘Link Aadhaar’ পরিষেবাটি পাওয়া যাচ্ছে-
ই-ফাইলিং পোর্টালে রেজিস্টার্ড করদাতাদের জন্য
এমনকী, রেজিস্টার্ড নন-এমন ব্যক্তিরাও এই পরিষেবা নিতে পারবেন
আধার-প্যান লিঙ্ক করতে কী কী লাগবে?
এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে প্রয়োজন—
বৈধ প্যান নম্বর
আধার নম্বর
একটি সক্রিয় মোবাইল নম্বর (OTP-এর জন্য)
অনলাইনে আধার-প্যান লিঙ্ক করবেন যেভাবে
ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি হল-
আয়কর দফতরের e-Filing Portal-এর হোমপেজে গিয়ে ‘Quick Links’ থেকে Link Aadhaar অপশন বেছে নিন।
বিকল্পভাবে, লগইন করে প্রোফাইল সেকশনে গিয়েও Link Aadhaar ক্লিক করা যাবে।
প্যান নম্বর ও আধার নম্বর লিখে Continue করুন।
এরপর e-Pay Tax অপশনে গিয়ে পেমেন্ট প্রক্রিয়া শুরু হবে।
প্যান নম্বর নিশ্চিত করে মোবাইল নম্বর দিন, যেখানে OTP আসবে।
OTP ভেরিফিকেশনের পর ‘Proceed’ ক্লিক করুন।
সংশ্লিষ্ট Assessment Year বেছে নিয়ে ‘Type of Payment’-এ Other Receipts নির্বাচন করুন।
‘Others’ বিভাগে স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত অঙ্ক দেখা যাবে-Continue করুন।
পেমেন্ট সম্পন্ন হলে ফের e-Filing Portal-এ লগইন করুন।
ড্যাশবোর্ডে গিয়ে Link Aadhaar to PAN অপশন বেছে নিয়ে আধার নম্বর দিয়ে Validate করুন।
শেষ মুহূর্তের পরামর্শ
আয়কর দপ্তরের স্পষ্ট বার্তা-৩১ ডিসেম্বর ২০২৫-এর পর আর সময় বাড়ানোর নিশ্চয়তা নেই। ফলে শেষ মুহূর্তের ঝুঁকি এড়াতে এখনই আধার-প্যান লিঙ্কিং সম্পূর্ণ করাই বুদ্ধিমানের কাজ।
নচেৎ, নতুন বছরের শুরুতেই প্যান নিষ্ক্রিয় হওয়ার জটিলতায় পড়তে পারেন লক্ষ লক্ষ করদাতা, যার প্রভাব পড়বে দৈনন্দিন আর্থিক কাজকর্মে।


