নেপালের জেল থেকে পালানো পাকিস্তানি মহিলা গ্রেফতার ত্রিপুরায়

Pakistani Woman Arrested Tripura Border

নয়াদিল্লি: দক্ষিণ ত্রিপুরার স্যাবরুম স্টেশন থেকে গ্রেফতার করা হল ৬৫ বছরের এক পাকিস্তানি মহিলাকে, যিনি নেপালের জেল থেকে পালিয়ে ভারতে ঢুকে পড়েছিলেন। স্থানীয় পুলিশের অনুমান, তিনি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন।

Advertisements

মহিলার পরিচয় কী

স্যাবরুম পুলিশের কর্মকর্তা নিত্যানন্দ সরকার জানান, ওই মহিলা নিজের পরিচয় লুই নিখাত আখতার বানু হিসেবে দিয়েছেন। প্রথমে তাঁকে স্থানীয় রেলওয়ে স্টেশন থেকে রেলওয়ে পুলিশ (GRP) আটক করে, পরে স্যাবরুম পুলিশের হাতে তুলে দেওয়া হয়। নিত্যানন্দ সরকার বলেন, “আমরা সন্দেহ করছি, তিনি সীমান্ত পেরিয়ে অন্য দিকে যাওয়ার চেষ্টা করছিলেন। পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থা তাঁকে জিজ্ঞাসাবাদ করছে, যাতে তাঁর গতিবিধি এবং উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়।”

নেপাল থেকে পালিয়ে ভারতে Pakistani Woman Arrested Tripura Border

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বানু নেপালের জেল থেকে পালিয়ে এসেছেন৷ সেখানে মাদক চোরাচালানের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। তাঁর নাগরিকত্ব এখনও নিশ্চিত হয়নি, তবে পুলিশের ধারণা, তিনি পাকিস্তানের সঙ্গে সংযুক্ত থাকতে পারেন। প্রতিবেদনে বলা হয়েছে, বানু পাকিস্তানের শেখুপুরার বাসিন্দা মোঃ গোলাফ ফারাজের স্ত্রী। তিনি প্রায় ১২ বছর আগে পাকিস্তানি পাসপোর্টে নেপালে প্রবেশ করেন এবং পরবর্তীকালে মাদক চোরাচালানের সঙ্গে যুক্ত হন।

ব্রাউন সুগার সহ ধৃত

২০১৪ সালে এক কিলোগ্রাম ব্রাউন সুগার সহ ধরা পড়েন বানু৷ তাঁকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তিনি কাঠমাণ্ডু জেলেই সাজা ভোগ করছিলেন, তবে সম্প্রতি নেপালে সরকারবিরোধী বিশৃঙ্খলার সুযোগে জেল থেকে পালিয়ে যান। সেপ্টেম্বর ২০২৫-এ নেপালে সহিংস আন্দোলনের সময় দেশজুড়ে ১৩,০০০-এর বেশি কয়েদি পালিয়ে যায়, তাদের মধ্যে অনেকে ভারত সীমান্তে ঢোকার চেষ্টা চালানোর সময় ধরা পড়ে।

ত্রিপুরা পুলিশ জানিয়েছে, ওই মহিলাকে স্থানীয় আদালতে হাজির করা হবে। তদন্তকারীরা আশা করছেন, তাঁর হেফাজতে নিয়ে সীমান্ত পারাপার ও আন্তর্জাতিক সংযোগ সম্পর্কিত বিস্তারিত তথ্য সংগ্রহ করা সম্ভব হবে।