পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি! জয়সালমেরে ধৃত DRDO অতিথিশালার ম্যানেজার

Pakistan ISI agent in Jaisalmer

জয়পুর: রাজস্থানের জয়সালমেরের চাঁদন ফিল্ড ফায়ারিং রেঞ্জ সংলগ্ন প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO)-র অতিথিশালার চুক্তিভিত্তিক ম্যানেজার ছিলেন তিনি৷ কিন্তু, গোপনে কাজ করতেন পাকিস্তানের জন্য (Pakistan ISI agent in Jaisalmer)৷ পাক গোয়েন্দা সংস্থা আইএসআই-কে গোপন তথ্য সরবরাহের অভিযোগে তাঁকে গ্রেফতার করে রাজস্থান সিআইডি ইন্টেলিজেন্স। ধৃতের নাম মহেন্দ্র প্রসাদ (৩২), বাড়ি উত্তরাখণ্ডের আলমোড়া জেলার পালিউন গ্রামে। মঙ্গলবার তাঁকে জয়পুরে কেন্দ্রীয় জেরা কেন্দ্রে আনা হয়। বুধবার আদালতে পেশ করে হেফাজতে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।

রাজস্থান সিআইডি-র (সিকিউরিটি) আইজি ড. বিষ্ণুকান্ত জানান, স্বাধীনতা দিবসের রাজ্যস্তরের অনুষ্ঠানের আগে থেকেই বিদেশি গোয়েন্দাদের দেশবিরোধী তৎপরতার ওপর বিশেষ নজরদারি চলছিল। সেই অভিযানের সময়ই ধরা পড়ে, মহেন্দ্র প্রসাদ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সরাসরি পাকিস্তানি আইএসআই-এর সঙ্গে যোগাযোগ রাখছেন।

   

অভিযোগ, DRDO-র বিজ্ঞানী ও ভারতীয় সেনা কর্মকর্তারা ক্ষেপণাস্ত্র ও অস্ত্র পরীক্ষার জন্য চাঁদন ফিল্ড ফায়ারিং রেঞ্জে যোগ দিতে গেলে তাঁদের গতিবিধি ও গোপন কর্মসূচির তথ্য তিনি পাকিস্তানি হ্যান্ডলারদের কাছে পৌঁছে দিতেন। তাঁর মোবাইল ফোনের প্রযুক্তিগত পরীক্ষায় মিলেছে একাধিক সংবেদনশীল নথি ও বার্তা, যা সরাসরি প্রতিরক্ষা গবেষণা কেন্দ্র এবং সেনার কার্যক্রম সম্পর্কিত।

একাধিক গোয়েন্দা সংস্থার যৌথ জেরায় এই তথ্য উঠে আসে। সরকারি গোপনীয়তা আইন, ১৯২৩-এর আওতায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। তদন্তকারী কর্মকর্তাদের মতে, এটি কেবল গুরুতর নিরাপত্তা ভঙ্গের ঘটনা নয়—প্রতিরক্ষা গবেষণা কেন্দ্রের ভেতর থেকে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে সক্রিয় যোগসাজশের এক বিপজ্জনক উদাহরণ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন