নয়াদিল্লি: অপারেশন সিঁদুরে (Operation Sindoor) পাকিস্তানের (Pakistan) ছোঁড়া চিনা মিসাইল PL-15 কে গুঁড়িয়ে দিয়েছিল ভারত। সেই চিনা অস্ত্রই নাকি ভারতের বিরুদ্ধে দুর্দান্ত কাজ করেছে বলে দাবী করলেন পাক-সেনার ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন্স (ISPR)-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে জেনারেল চৌধুরী বলেন, “আমরা সকল ধরণের প্রযুক্তির জন্য উন্মুক্ত। সম্প্রতি ব্যবহৃত চিনা অস্ত্র ব্যাতিক্রমীভাবে দুর্দান্ত প্রদর্শন করেছে”। বলা বাহুল্য, ভারতের বিদেশ সচিবের বয়ান অনুযায়ী অপারেশন সিঁদুর (OPeration Sindoor) চলাকালীন পাকিস্তান, যুদ্ধবিরতির জন্য ভিক্ষা চেয়েছিল। ভারতীয় সেনার গুঁড়িয়ে দেওয়া একের পর এক জঙ্গিঘাঁটির বর্তমান ভিডিও প্রকাশ্যে আসার পর সবটাই জলের মত পরিষ্কার।
তবুও, ভারতের বিরুদ্ধে নিজেদের বীরত্বের ভুয়ো কাহিনী বিশ্বমঞ্চে তুলে ধরতে মরিয়া পাকিস্তান। প্রসঙ্গত, মে মাসে চারদিন ব্যাপী ভারত-পাকিস্তান (Pakistan) যুদ্ধে পাকিস্তান-প্রেরিত যুদ্ধাস্ত্রের যার মধ্যে ছিল PL-15 ক্ষেপণাস্ত্র এবং HQ-9P ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং JF-17 এবং J-10 যুদ্ধবিমান। এই তিনটি চিনা মিসাইলকেই গুঁড়িয়ে দেয় ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ব্রহ্মোস সুপারসনিক ক্ষেপণাস্ত্র হোক বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অপারেশন সিঁদুরে ভারতের বৈশিষ্ট্য ছিল দেশীয় অস্ত্রের কার্যকারিতা।
চিনের অন্যতম ব্যবসায়িক ক্ষেত্র দেনাগ্রস্ত পাকিস্তান
অস্ত্র হোক বা বাণিজ্য, পাকিস্তানকে (Pakistan) ব্যাপকভাবে ব্যবহার করছেন শি জিনপিং। সীমান্ত ও সড়ক উদ্যোগ (বিআরআই) এর অংশ হিসেবে ঋণগ্রস্ত পাকিস্তানে কোটি কোটি টাকা ঢেলেছে চিন। এর আগে শ্রীলঙ্কার ক্ষেত্রেও চিনের একই মনোভাব ও বাণিজ্যিক স্বার্থ প্রকাশ পেয়েছে। বর্তমানে পাকিস্তানের যা অর্থনৈতিক অবস্থা, তাতে সাহায্যের জন্য চিন বা আমেরিকার গুণগান করা ছাড়া উপায় নেই।
দেশের মানুষের কাছে সামান্য আটা কেনার অর্থ নেই। অথচ চিনা, আমেরিকান অস্ত্র কেনা নিয়ে আস্ফালন করতে ব্যস্ত শাহবাজ শরিফের প্রশাসন। অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পর পাকিস্তান একাধিকবার ভারতীয় মিসাইল প্রতিহত করার দাবী জানালেও গত সপ্তাহে প্রথমবার, ভারতীয় বিমানবাহিনী প্রধান এপি সিং বলেছিলেন যে মে মাসে যুদ্ধের সময় ভারত ৮-১০টি পাকিস্তানি যুদ্ধবিমান ধ্বংস করেছে। যার মধ্যে আমেরিকার তৈরি এফ-১৬ এবং চিনা জেএফ-১৭ বিমানও রয়েছে। পাকিস্তানের দাবীকে “মনগড়া গল্প” বলে উড়িয়ে দেন ভারতীয় বিমানবাহিনী প্রধান ।