HomeBharatজম্মু সীমান্তে ‘Pakistan’ লেখা বেলুন উদ্ধার, তৎপর সেনা-পুলিশ

জম্মু সীমান্তে ‘Pakistan’ লেখা বেলুন উদ্ধার, তৎপর সেনা-পুলিশ

- Advertisement -

জম্মু ও কাশ্মীরে ফের সীমান্ত-চাঞ্চল্য। শনিবার সকালে জম্মুর রানজন এলাকার এক খোলা মাঠ থেকে উদ্ধার করা হয়েছে সবুজ-সাদা একটি বেলুন, যাতে স্পষ্টভাবে লেখা রয়েছে ‘Pakistan’। ঘটনাস্থলটি ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের প্রায় তিন কিলোমিটার ভেতরে, ঘরোটা থানার আওতায় পড়ে।

বেলুনটি উদ্ধার হওয়ার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও সেনা যৌথ দল। বেলুনটি বাজেয়াপ্ত করে শুরু হয়েছে তদন্ত। প্রাথমিকভাবে নিরাপত্তা বাহিনীর ধারণা, সীমান্ত পেরিয়ে বাতাসের স্রোতে ভেসে এসেছে ওই বেলুন, তবে ঘটনার পেছনে কোনও বার্তা বা প্রতীকী প্রয়াস আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

   

পাঞ্জাব সীমান্তে অভিযান

এর ঠিক আগের দিন, শুক্রবার, পাঞ্জাব সীমান্তে একাধিক বড়সড় অভিযান চালিয়ে চোরাচালান রুখে দিয়েছে বিএসএফ। সরকারি সূত্রে জানা গেছে, ফিরোজপুর জেলার কালুওয়ালা গ্রামের কাছে এক কৃষিক্ষেত্র থেকে উদ্ধার হয়েছে একটি DJI Mavic 3 Classic ড্রোন, যা দিয়ে পাকিস্তান থেকে মাদক পাঠানো হচ্ছিল বলে সন্দেহ।

একই দিন সন্ধ্যায়, ফজিলকা জেলার হাজারা রাম সিংওয়ালা গ্রামের কাছে আরও একটি অভিযানে উদ্ধার হয় ৫৫২ গ্রাম হেরোইনের প্যাকেট। বিএসএফ ও পাঞ্জাব পুলিশের যৌথ অভিযানে ওই মাদক বাজেয়াপ্ত করা হয়।

মাদকচক্র দমনে বড় পদক্ষেপ Pakistan balloon recovery J&K

অন্যদিকে, মাদকচক্র দমনে বড় পদক্ষেপ নিয়েছে জম্মু-কাশ্মীর পুলিশও। সম্প্রতি সাম্বা জেলায় ৫৩ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোহাম্মদ বারুর। বাজেয়াপ্ত সম্পত্তির মধ্যে রয়েছে একটি একতলা বাড়ি ও গরুর শেড। তদন্তে জানা গিয়েছে, এই সম্পত্তি মাদক পাচারের টাকায় কেনা হয়েছিল।

বারুর কাছ থেকে নগদ ১৬ লক্ষ ৫৮ হাজার টাকাও উদ্ধার করেছে পুলিশ। সব মিলিয়ে তাঁর অবৈধ সম্পত্তির পরিমাণ প্রায় ৭০ লক্ষ টাকা বলে জানা গেছে।

বারুর বিরুদ্ধে ১২টি ফৌজদারি মামলা

বারুর বিরুদ্ধে এখন পর্যন্ত ১২টি ফৌজদারি মামলা চলছে, যার মধ্যে অন্তত তিনটি NDPS অ্যাক্ট-এর আওতায় মাদক সংক্রান্ত মামলা।

ভারত-পাক সীমান্তে একদিকে যেখানে সন্দেহজনক বেলুন উদ্ধার হচ্ছে, অন্যদিকে বাড়ছে ড্রোন ও মাদক পাচারের প্রচেষ্টা—সব মিলিয়ে সীমান্ত নিরাপত্তা এখন গোয়েন্দাদের নজরকেন্দ্রে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular