Pahelgam Attack: পহেলগাম হামলায় জঙ্গিদের সাহায্যকারী গ্রেফতার!

শ্রীনগর: পহেলগামে হামলাকারী (Pahelgam Attack) পাক-জঙ্গিদের (Terrorist) সাহায্যকারী এক যুবককে গ্রেফতার করল জম্মু কাশ্মীর পুলিশ। মহম্মদ ইউসুফ কাটারিয়া (২৬) নামক ওই যুবক জঙ্গিদের থাকা-খাওয়া সহ সমস্ত রকম সাহায্য করেছিল বলে অভিযোগ। কূলগাম জেলার বাসিন্দা কাটারিয়া লস্কর-ই-তৈবার (LeT) সঙ্গে যুক্ত ছিল বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, জুলাই মাসে অপারেশন মহাদেবে (Operation Mahadev) দাচিগাম জঙ্গলে মৃত জঙ্গিদের কাশ্মীরে সবরকম সাহায্য করেছিল কাটারিয়া। উল্লেখ্য, ২২ এপ্রিল পহেলগাম হামলার সঙ্গে সম্ভাব্য জড়িতদের ধরপাকড় এবং গ্রেফতারির চেষ্টা করছে নিরাপত্তাবাহিনী। জুলাই মাসে অপারেশন মহাদেবের পর বুধবার কাটারিয়ার গ্রেফতারি সেনাবাহিনীর কাছে বড় সাফল্য বলে মনে করা হচ্ছে।

   

Operation Mahadev-এ পহেলগামের ৩ জঙ্গিকে নিকেশ করা হয়

২২ এপ্রিল পহেলগামের বৈসরণ উপত্যকায় টিআরএফের (TRF) জঙ্গিদের নৃশংস হত্যালিলার পর ওই হামলার সঙ্গে জড়িতদের নিকেশ করার জন্য ৯৬ দিন ব্যাপী অভিযান চালিয়েছিল ভারতীয় সেনা। গোপন সূত্রে খবর পেয়ে দাচিগাম জঙ্গলে জঙ্গিদের অবস্থান ট্র্যাক করার জন্য ড্রোন এবং হিউমিন্ট বা মানব গোয়েন্দা ব্যবহার করে ভারতীয় সেনা।

এরপর ২৮ জুলাই সকালে সমগ্র এলাকা ঘিরে ফেলে সেনাবাহিনী। ভারতীয় সেনাদের উপস্থিতি টের পেয়েই গুলির হামলা চালায় জঙ্গিরা (Terrorist)। এরপর প্রায় ৬ ঘন্টা ধরে জঙ্গিদের সঙ্গে ভারতীয় সেনার গুলির লড়াইয়ে ৩ জঙ্গি খতম হয়। ঘটনাস্থল থেকে একটি AK-47, গ্রেনেড এবং একটি IED (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) উদ্ধার করা হয়। ঘটনাচক্রে এই অস্ত্রগুলিই পহেলগাম হামলায় ব্যবহৃত হয়েছিল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন