পহেলগাঁওয়ে ২৬ জনের মৃত্যু, হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড শীর্ষ লস্কর কমান্ডার: সূত্র

Pahalgam massacre planned by top Lashkar commander শ্রীনগর: কাশ্মীর! ভারতবর্ষের বুকে এক টুকরো স্বর্গ৷ ভূস্বর্গের রূপ চাক্ষুষ করতে প্রতি বছর লাখো মানুষ পাড়ি দেয় সেখানে৷…

let commander killed kashmir

Pahalgam massacre planned by top Lashkar commander

শ্রীনগর: কাশ্মীর! ভারতবর্ষের বুকে এক টুকরো স্বর্গ৷ ভূস্বর্গের রূপ চাক্ষুষ করতে প্রতি বছর লাখো মানুষ পাড়ি দেয় সেখানে৷ কাশ্মীরেরই একটি অঞ্চল পহেলগাঁও৷ যেখানে পাহাড় আর সবুজের মধ্যে নিঃশব্দে ঘুরে বেড়ায় শান্তি৷ সেই শান্তির বাতাবরণ ভেঙেই উপত্যকায় দাপিয়ে বেড়াল মৃত্যু। মঙ্গলবার দুপুরে অনন্তনাগ জেলার বৈসরান ঘাসজমিতে জঙ্গি হামলায় মৃত্যু হল অন্তত ২৬ জন পর্যটকের। বেছে বেছে মারা হল হিন্দুদের৷ আহত ৩৪ জনেরও বেশি। এই ঘটনায় দেশের নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে আবারও উঠে এল বড় প্রশ্ন।

বৈসরানে ছিল পর্যটকের ভিড়

হামলার সময় বৈসরানে ছিল পর্যটকের ভিড়। দুপুরের নিস্তব্ধতা ভেঙে আচমকাই ভেসে এল একের পর এক গুলির শব্দ। সেনাবাহিনীর পোশাক পরা কয়েকজন বন্দুকধারী পর্যটকদের লক্ষ্য করে শুরু করে এলোপাথাড়ি গুলিবর্ষণ। মুহূর্তে আতঙ্ক ছড়ায় খোলামাঠ জুড়ে। যাঁরা একটু আগেও ছিলেন ছুটির আমেজে, তাঁরা তখন দিগভ্রান্ত হয়ে প্রাণ বাঁচাতে ছুটছেন এদিক-ওদিক।

   

ঘটনাস্থলেই মৃত্যু হয় বহু মানুষের। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান আরও কয়েকজন। নিহতদের মধ্যে রয়েছেন দুই বিদেশি পর্যটকও। আহতদের অনেকেই আশঙ্কাজনক অবস্থায় শ্রীনগর ও অনন্তনাগের হাসপাতালে চিকিৎসাধীন।

পূর্বপরিকল্পিত হামলা, গোয়েন্দা রিপোর্টে লস্কর-ই-তইবার নাম Pahalgam massacre planned by top Lashkar commander

হামলার তদন্তে নেমে গোয়েন্দা সংস্থাগুলি জানতে পেরেছে, এই হামলার মূল ষড়যন্ত্রকারী লস্কর-ই-তইবার শীর্ষ নেতা সাইফুল্লাহ কাসুরী ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের আরও দুই প্রশিক্ষিত জঙ্গি। বেশ কয়েক দিন আগেই তারা উপত্যকায় প্রবেশ করেছিল। বৈসরানের মতো দুর্গম অঞ্চলকে বেছে নেওয়া, পর্যটক পূর্ণ এলাকায় সেনার ইউনিফর্মে ছদ্মবেশে ঢুকে পড়া—সব কিছুই এক পূর্বপরিকল্পিত স্ট্র্যাটেজির অংশ।

হামলায় অংশ নেয় পাঁচ থেকে ছয় জন। চলে ৫০ রাউন্ড গুলি৷ গুলি চলার পর ঘটনাস্থল ছেড়ে জঙ্গিরা পালিয়ে যায় আশপাশের পাহাড়ি বনাঞ্চলে। সেনা ও আধাসামরিক বাহিনী পুরো এলাকা ঘিরে তল্লাশি চালাচ্ছে। হেলিকপ্টার ও ড্রোনের সাহায্যে চলছে নজরদারি।

সৌদি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী, দিল্লিতে জরুরি বৈঠক

হামলার খবর পেয়েই সৌদি আরবে তাঁর কূটনৈতিক সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার ভোরে দিল্লি বিমানবন্দরে নামার পরই সেখানে এক জরুরি বৈঠকে বসেন তিনি। উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও বিদেশ সচিব বিক্রম মিশ্রী।

প্রধানমন্ত্রী এক্স-এ (সাবেক টুইটার) লেখেন, “পহেলগামের ঘটনা শুধু কাপুরুষোচিত নয়, তা দেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ। যারা এই হামলার পিছনে রয়েছে, তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে।”

এই মুহূর্তে কাশ্মীরে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উপত্যকার আইনশৃঙ্খলার উপর তাঁর সরাসরি নজরদারি চলছে। সেনার পাশাপাশি গোয়েন্দা ও স্পেশাল অপারেশন গ্রুপ যৌথভাবে এলাকা চষে ফেলছে।

Advertisements

সাধারণ মানুষের ক্ষোভ, বিরোধীদের প্রশ্ন সরকারের দাবি নিয়ে

হামলার নিন্দায় মুখর বিরোধী শিবির। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এক টুইটে লিখেছেন, “কাশ্মীরে স্বাভাবিক পরিস্থিতির কথা বলা হলেও এই হামলা তার বিপরীত প্রমাণ।” তিনি অবিলম্বে সর্বদলীয় বৈঠকের দাবি জানিয়েছেন এবং নিহতদের পরিবারকে সহায়তা দেওয়ার আর্জি জানিয়েছেন।

পহেলগামের স্থানীয় মানুষেরাও হামলার প্রতিবাদে পথে নেমেছেন। দোকানপাট বন্ধ, বাতিল হয়েছে পর্যটকদের সব বুকিং। আতঙ্কে উপত্যকা কার্যত স্তব্ধ।

বিদ্যালয় বন্ধ, বাড়তি ফ্লাইট, পর্যটকদের ফিরিয়ে আনার চেষ্টা

জম্মু ও কাশ্মীর প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় বুধবার সব বেসরকারি স্কুল বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে, পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো অতিরিক্ত চারটি ফ্লাইট চালু করেছে শ্রীনগর থেকে দিল্লি ও মুম্বাইয়ের উদ্দেশ্যে। বাতিল বা পুনঃনির্ধারণে নেওয়া হচ্ছে না কোনও চার্জ।

এই হামলা শুধুই সন্ত্রাস নয়, রাষ্ট্রের সহনশীলতার চরম পরীক্ষা

কাশ্মীর উপত্যকার প্রতিটি কোণ এখন রয়েছে নিরাপত্তার ঘেরাটোপে। একদিকে রাজনৈতিক প্রতিক্রিয়া, অন্যদিকে মানুষের আতঙ্ক—তার মধ্যেই জারি রয়েছে জঙ্গিদের খোঁজে সেনার তল্লাশি অভিযান।

এই হামলা ফের স্পষ্ট করে দিল, শুধু কূটনৈতিক আলোচনায় শান্তি ফিরবে না। উপত্যকার অদৃশ্য যুদ্ধ এখনও থামেনি। তার নির্মম প্রমাণ—বৈসরানে পড়ে থাকা রক্তাক্ত ট্রেকিং ব্যাগ, ছিঁড়ে যাওয়া ক্যামেরা, আর স্তব্ধ হয়ে যাওয়া পাহাড়ি বাতাস।

Bharat: A deadly terror attack on tourists in Pahalgam, Kashmir left 26 dead, including two foreign nationals. Gunmen disguised in army fatigues fired indiscriminately on the crowd. The incident raises questions about India’s security measures.