কথায় নয়, আসল পরিসংখ্যান দেখে তবেই বিশ্বাস করব, বাজেট নিয়ে কটাক্ষ চিদাম্বরমের

কেন্দ্রীয় বাজেট নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধীরা। এই বাজেট এনডিএর দুই শরিককে খুশি করতে পেশ করা হয় বলে দাবি করে কংগ্রেসসহ বিরোধী জোটের নেতারা। এরমধ্যেই…

Chidambaram

কেন্দ্রীয় বাজেট নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধীরা। এই বাজেট এনডিএর দুই শরিককে খুশি করতে পেশ করা হয় বলে দাবি করে কংগ্রেসসহ বিরোধী জোটের নেতারা। এরমধ্যেই এনডিএ সরকারের বাজেট নিয়ে মুখ খুললেন প্রাক্তণ কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি. চিদাম্বরম (P.Chidambaram)। বুধবার রাজ্যসভায় বাজেট সংক্রান্ত বক্তৃতায় বর্তমান মোদী সরকারের কাছে বাজেটের বিশ্বাসযোগ্য পরিসংখ্যান দাবি করেন তিনি।

বাজেটে বন্দে ভারতই সব, রেলকে অবহেলায় তোপের মুখে কেন্দ্র

   

অতীতে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছিলেন বছরে দুকোটির বেশি চাকরি হবে। কিন্তু সেই চাকরি দেখা আজ পর্যন্ত পাওয়া যায়নি। তাই চিদাম্বরম জানান, শুধু কথায় নয়, আসল পরিসংখ্যান দেখেই সরকারের কথায় বিশ্বাস করব।

Mamata Banerjee: কোষাগারের ‘ভাঁড়ে মা ভবানী’ দশা! অথচ মমতার মিটিংয়ে ৬০ লাখ খরচ কর্পোরেশনের?

এছাড়াও, অগ্নিবীর প্রকল্প ও নিট পরীক্ষা দুর্নীতি নিয়ে কেন্দ্রের কাছে জোর সওয়াল করেন তিনি। অগ্নিবীর প্রকল্পে নিয়োগ বাতিল ও ডাক্তারি প্রবেশিকা নিটের নিয়ম সংশোধন দাবি করেন তিনি। মঙ্গলবার বিজেপি সরকারের এই বাজেটকে নিজেদের ইস্তেহার থেকেই নেওয়া হয়েছে বলে দাবি করে কংগ্রেস। সেই সুরই শোনা গেল চিদাম্বরমের (P.Chidambaram) গলায়। তিনি বলেন, ” আপনারা যদি বিরোধীদের আইডিয়া নেন, তাতে কোনও নিষেধাজ্ঞা নেই। এমন হলে আমি আপনাদের সমর্থন করব।”

Durga Puja 2024: রাজনীতি ভুলে পুজোর ভিড় টানার লড়াইয়ে সুজিত-সজল? রাতারাতি নোটিস পুলিশের

এই কথা বলতেই হাসিতে ফেটে পড়েন রাজ্যসভায় উপস্থিত অন্যান্য সাংসদেরা। এরপরই তাঁর ভাষণে দেশের বেকারত্বের বাড়বাড়ন্তের ইস্যুটিও উঠে আসে। চলতি বছর গত জুনে দেশের বেকারত্বের হার ৯ শতাংশের ওপর ছিল বলে দাবি করেন তিনি। বেশকিছু সংবাদমাধ্যেমর রিপোর্টকেও তুলে ধরে তিনি আরও বলেন, “দেশে হাজার হাজার লাখের ওপর বেকার ছেলেমেয়ে রয়েছে, যারা মাত্র হাতে গোনা কিছু বেসরকারি সংস্থা ছাড়া আর কোথাও কাজ পাচ্ছেনা।” উত্তরপ্রদেশে পুলিশে নিয়োগ দুর্নীতি থেকে প্রশ্নপত্র ফাঁস নিয়েও কেন্দ্রকে জোর আক্রমণ করেন প্রাক্তণ অর্থমন্ত্রী।