বিরোধীর তোপ: জাতীয় সুরক্ষা নয়, বিজেপির লক্ষ্য এখন বিহারের গদি!

মুম্বই: বিহারের (Bihar Assembly Election) দ্বিতীয় দফার ভোটগ্রহণের ঠিক আগের সন্ধ্যায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল রাজধানী দিল্লির লালকেল্লা চত্বর (Delhi Blast)। সরকারি মতে ঘটনায় ১০ জনের মৃত্যু ও কুড়ি জনেরও বেশি আহত হওয়ার পরদিনই ভুটানে পাড়ি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

Advertisements

এই নিয়ে কটাক্ষের ঝড় তোলে বিরোধীরা। আম আদমি পার্টি নেতা সঞ্জয় সিং বলেছিলেন, “আগ লগে হে বস্তি মে, মোদী জি আপনি মস্তি মে”। পাশাপাশি অমিত শাহের পদত্যাগের দাবীতে সরব হয় কংগ্রেস, তৃণমূল। এবার লালকেল্লার অদূরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কেন্দ্র সরকারের হাবভাব নিয়ে তীব্র কটাক্ষ করল শিবসেনা (ইউবিটি)।

   

বৃহস্পতিবার শিবসেনা (ইউবিটি) মুখপাত্র আনন্দ দুবে বলেন, “দিল্লি বিস্ফোরণের ঘটনা সমগ্র দেশকে নাড়িয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, অপারেশন সিঁদুর চলছে। কিন্তু বিজেপির জাতীয় নিরাপত্তার থেকে বিহারের নির্বাচনের (BIhar Assembly Election) দিকে মনোযোগ বেশি।” সেইসঙ্গে লালকেল্লা বিস্ফোরণের (Delhi Blast)ঘটনায় “কঠোর, সময়মত এবং সঠিক পদক্ষেপ নেওয়া জরুরী এবং দোষীদের খুঁজে বের করে কঠোরতম শাস্তি দিতে হবে”, বলেও উল্লেখ করেন তিনি।

আগামীকাল বিহার নির্বাচনের ফলাফল ঘোষণা

Advertisements

প্রসঙ্গত, ৬ এবং ১১ নভেম্বর বিহারে দুই দফায় বিধানসভা নির্বাচন (Bihar Assembly Election)অনুষ্ঠিত হয়। যার ফলাফল ঘোষণা হতে চলেছে আগামীকাল, অর্থাৎ ১৪ নভেম্বর। বিহারের দ্বিতীয় দফায় ভোটগ্রহণের ঠিক আগের দিন, ১০ নভেম্বর সন্ধ্যায় লাল কেল্লার সমান্তরাল রাস্তায় বিস্ফোরণে মারা যান ১০ জন (সরকারি মতে), আসল সংখ্যা এর দ্বিগুনের বেশি বলে মনে করা হচ্ছে।

ঘটনার ৪৮ ঘন্টা পর ভুটান থেকে ফিরে এসে এটিকে ‘সন্ত্রাসবাদী হামলা’ তকমা দেয় নয়াদিল্লি। অন্যদিকে ১৪ তারিখ বিহারের ফলাফল নিয়েও রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। অধিকাংশ এক্সিট পোলই এনডিএ-এর জয়ের ইঙ্গিত দিচ্ছে। বিহার বিধানসভা নির্বাচনে জাদু সংখ্যা ১২২।

এবছর বিধানসভা নির্বাচনের (Bihar Assembly Election) দুই দফাতেই রেকর্ড ভাঙা ভোটার উপস্থিতি দেখা গিয়েছে। সাধারণত, বেশি ভোটার উপস্থিতি ক্ষমতা বিরোধী ফলাফলের আভাস দিলেও গত নির্বাচন গুলিতে শুধুমাত্র নীতিশ কুমারই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় ও তার আগে সিপিআইএম-ও সেই আভাসকে মিথ্যা প্রমাণিত করে জয়লাভ করেছে। আগামীকাল ভোটবাক্স খুললেই বিহারের জনগণের রায় জানা যাবে।