অপারেশন সিঁদুরের সর্বদলীয় প্রতিনিধিদলে পশ্চিমবঙ্গের দুই সাংসদ

সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বার্তা নিয়ে আন্তর্জাতিক স্তরে ভারতের নতুন কূটনৈতিক উদ্যোগ— অপারেশন সিঁদুর (Operation Sindoor)। এই অভিযানকে ঘিরে তৈরি হয়েছে সাতটি সর্বদলীয় প্রতিনিধিদল, যারা বিশ্বের…

Operation Sindoor , Indian MP,anti-terror delegation,West Bengal ,Indiafight against terrorism

সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বার্তা নিয়ে আন্তর্জাতিক স্তরে ভারতের নতুন কূটনৈতিক উদ্যোগ— অপারেশন সিঁদুর (Operation Sindoor)। এই অভিযানকে ঘিরে তৈরি হয়েছে সাতটি সর্বদলীয় প্রতিনিধিদল, যারা বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশ সফর করে ভারতের পক্ষ থেকে ‘জিরো টলারেন্স টু টেরোরিজম’-এর বার্তা পৌঁছে দেবেন। মোট ৫৯ জন সাংসদ ও প্রতিনিধি এই বিশেষ মিশনে অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের দুই সাংসদও— একজন বিজেপির, অপরজন তৃণমূল কংগ্রেসের।

সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এক্স-এ (প্রাক্তন টুইটার) লিখেছেন, “One mission. One message. One Bharat. Seven All-Party Delegations will soon engage key nations under #OperationSindoor, reflecting our collective resolve against terrorism.” তিনি আরও লেখেন, “In moments that matter most, Bharat stands united. A powerful reflection of national unity above politics, beyond differences.” এই বক্তব্যেই স্পষ্ট, ভারত এবার আন্তর্জাতিক মঞ্চে রাজনৈতিক বিভেদ ভুলে একজোট হয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জোরদার পদক্ষেপ করতে চলেছে।

   

এই অভিযানের আওতায় সাতটি দল তৈরি হয়েছে। প্রত্যেকটি দল যাবে নির্দিষ্ট কিছু দেশে এবং বিভিন্ন স্তরে আলোচনার মাধ্যমে ভারতের কণ্ঠস্বর জোরালো করবে। এই দলে রয়েছেন পশ্চিমবঙ্গের দুই বিশিষ্ট সাংসদ— শমীক ভট্টাচার্য ও ইউসুফ পাঠান।

yusuf pathan  Samik Bhattacharya
yusuf pathan Samik Bhattacharya

শমীক ভট্টাচার্য, বিজেপির রাজ্যসভার সাংসদ, প্রতিনিধিদলের দ্বিতীয় গ্রুপের সদস্য। এই দলটি সফর করবে ইউরোপের ছয়টি গুরুত্বপূর্ণ দেশ— ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, ডেনমার্ক এবং ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশসমূহ। ইউরোপীয় ভূখণ্ডে ভারতের এই নতুন কূটনৈতিক প্রচেষ্টার অগ্রভাগে থাকছেন বাংলার এই সাংসদ।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের সাংসদ ইউসুফ পাঠান, যিনি ২০২৪ সালে প্রথমবার নির্বাচনে লড়ে বহরমপুর থেকে জয়লাভ করেন, তিনিও রয়েছেন প্রতিনিধিদলে। বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার এবার এক ভিন্ন ভূমিকায়, দেশের প্রতিনিধি হিসেবে সফর করবেন এশিয়ার পাঁচটি দেশে— ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, রিপাবলিক অফ কোরিয়া, জাপান এবং সিঙ্গাপুর। আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে দেশের মুখ উজ্জ্বল করার পর এবার কূটনৈতিক মঞ্চেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন ইউসুফ পাঠান।

Advertisements

এই প্রতিনিধিদলে রয়েছেন বাংলার এক প্রাক্তন সাংসদও— এস এস আলুওয়ালিয়া। ২০১৪ সালে দার্জিলিং থেকে সাংসদ নির্বাচিত হয়ে সংসদীয় রাজনীতিতে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। ২০১৯ সালে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেন। যদিও ২০২৪ সালে আসানসোল থেকে লড়লেও পরাজিত হন। জন্মভূমি আসানসোলেই তাঁকে হার স্বীকার করতে হয়। তিনিও রয়েছেন চতুর্থ প্রতিনিধিদলে, যারা সফর করবে সংযুক্ত আরব আমিরশাহি (UAE), লাইবেরিয়া, রিপাবলিক অফ কঙ্গো এবং সিরাজ লিঞ্জনিতে।

এই অভিযান শুধুমাত্র আন্তর্জাতিক কূটনীতির দিক থেকেই নয়, দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও এক বিরল দৃষ্টান্ত। রাজনৈতিক ভেদাভেদ সরিয়ে রেখে সন্ত্রাসবাদবিরোধী বার্তা নিয়ে একই প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে বিজেপি, তৃণমূল, কংগ্রেসসহ বিভিন্ন দলের প্রতিনিধিদের। এ এক ভারতীয় রাজনীতির নতুন অধ্যায়, যেখানে দেশের নিরাপত্তা ও আন্তর্জাতিক ভাবমূর্তিকে অগ্রাধিকার দিয়ে সকলেই এক কণ্ঠে কথা বলছেন।

অপারেশন সিঁদুর তাই শুধু একটি রাজনৈতিক মিশন নয়, বরং ভারতের ঐক্য ও দৃঢ়তার প্রতীক। এর মাধ্যমে আন্তর্জাতিক মহলে ভারত বার্তা দিতে চায়— সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে তারা এককাট্টা, এবং সেই লড়াইয়ের মঞ্চে দল নয়, দেশই সর্বাগ্রে।