অপারেশন সিঁদুরের ৮৮ ঘণ্টা! খতম কত পাক সেন? রুদ্ধশ্বাস গল্প শোনালেন সেনাপ্রধান

Operation Sindoor Indian Army

নয়াদিল্লি: গত বছরের ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) চলাকালীন পাকিস্তান সামান্যতম ভুল করলেই ভারতের স্থলসেনা সীমান্ত পেরিয়ে ঢুকে পড়ত। মঙ্গলবার এক চাঞ্চল্যকর তথ্যে এমনটাই জানালেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি সাফ জানান, সেই সময় পাক উস্কানির যোগ্য জবাব দিতে ভারতীয় সশস্ত্র বাহিনী স্থল অভিযানের (Ground Operations) জন্য পুরোপুরি প্রস্তুত ছিল।

Advertisements

৮৮ ঘণ্টার সেই রণকৌশল

মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে জেনারেল দ্বিবেদী বলেন, “অপারেশন সিঁদুরের সেই ৮৮ ঘণ্টায় ভারতীয় সেনার সংহতি ও সক্রিয়তা এমন স্তরে ছিল যে, পাকিস্তান কোনো ভুল পদক্ষেপ নিলেই আমরা সরাসরি স্থলপথে আক্রমণ চালাতাম।” তিনি আরও জানান, আগে ভাবা হতো প্রথাগত যুদ্ধের (Conventional War) সুযোগ কমে আসছে, কিন্তু এই অপারেশন প্রমাণ করেছে যে ভারত এখনও প্রথাগত সামরিক পদক্ষেপের পরিধি অনেক বাড়িয়ে রেখেছে।

   

অপারেশন সিঁদুর ও অপারেশন মহাদেব Operation Sindoor Indian Army

উল্লেখ্য, গত বছরের ৭ মে পহেলগামে ২৫ জন পর্যটকের মৃত্যুর বদলা নিতে ‘অপারেশন সিঁদুর’ শুরু করে ভারত।

ক্ষয়ক্ষতি: এই অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের গভীরে থাকা জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করা হয় এবং ১০০-র বেশি পাক সেনাকর্মীকে খতম করা হয়।

অপারেশন মহাদেব: সেনাপ্রধান জানান, ২০২৫ সালে মোট ৩১ জন জঙ্গিকে খতম করা হয়েছে, যার মধ্যে পহেলগাম হামলার তিন মূল পাণ্ডাকে ‘অপারেশন মহাদেব’-এর মাধ্যমে নিকেশ করা হয়েছে।

ইসলামাবাদকে কড়া হুঁশিয়ারি

সেনাপ্রধান এদিন পাকিস্তানকে সতর্ক করে দিয়ে বলেন, সীমান্তের ওপাড়ে এখনও প্রায় ৮টি জঙ্গি শিবির সক্রিয় রয়েছে। এর মধ্যে ৬টি নিয়ন্ত্রণ রেখার (LoC) ওপাড়ে এবং ২টি আন্তর্জাতিক সীমান্তের ওপাড়ে অবস্থিত। ভারতীয় সেনা প্রতিক্ষণ এই ঘাঁটিগুলোর ওপর নজর রাখছে। তিনি স্পষ্ট করে দেন, “যদি আবার কোনো নাশকতামূলক কাজ করার চেষ্টা করা হয়, তবে আমরা প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নিতে দ্বিধা করব না।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements