স্বাধীনতা দিবসে অপারেশন ‘সিঁদুর’-এর নায়কদের হাতে গ্যালান্ট্রি সম্মান

নয়াদিল্লি: দেশের সামরিক ইতিহাসে এক গৌরবময় অধ্যায় রচনার পর, স্বাধীনতা দিবসের মঞ্চে মিলতে চলেছে বিশেষ সম্মান। সূত্রের খবর, অপারেশন ‘সিঁদুর’-এর সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সেনা,…

Operation Sindoor gallantry awards

নয়াদিল্লি: দেশের সামরিক ইতিহাসে এক গৌরবময় অধ্যায় রচনার পর, স্বাধীনতা দিবসের মঞ্চে মিলতে চলেছে বিশেষ সম্মান। সূত্রের খবর, অপারেশন ‘সিঁদুর’-এর সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সেনা, নৌ ও বায়ুসেনার একাধিক অফিসারকে এই বছর দেওয়া হবে দেশের শীর্ষ গ্যালান্ট্রি মেডেল। এর মধ্যে প্রথমবারের মতো বায়ুসেনার অফিসারদের হাতে তুলে দেওয়া হবে ‘সর্বোত্তম যুদ্ধ সেবা পদক’। সেনা ও নৌবাহিনীর কর্মকর্তারাও উচ্চ সামরিক সম্মানে ভূষিত হবেন।

Advertisements

শতাধিক জঙ্গি খতম

প্রসঙ্গত, চলতি বছরের ৭ মে পহেলগাঁও-এ সন্ত্রাসবাদী হামলায় ২৫ জন পর্যটকের মৃত্যুর পর ভারত শুরু করে সাহসী অপারেশন ‘সিঁদুর’। এর আওতায় পাকিস্তানের অভ্যন্তরে অবস্থিত নয়টি সন্ত্রাসবাদী ঘাঁটিতে লক্ষ্যভেদী হামলা চালিয়ে ১০০-রও বেশি জঙ্গিকে খতম করে ভারতীয় বাহিনী।

   

প্রতিশোধ নিতে পাকিস্তান ড্রোন হামলার ঢেউ তোলে, যা ভারতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার হাত ধরে সফলভাবে প্রতিহত হয়। এর জবাবে ১০ মে ভারত পাকিস্তানের ১১টি গুরুত্বপূর্ণ সামরিক ও রাডার ঘাঁটি ধ্বংস করে দেয়। টানা পাল্টা আঘাতে চাপে পড়ে ইসলামাবাদ দিল্লির সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়।

ছয়টি পাক যুদ্ধবিমান ধ্বংস Operation Sindoor gallantry awards

গত সপ্তাহে বায়ুসেনা প্রধান এয়ার মার্শাল এ.পি. সিং জানান, ১০ মে-র অভিযানে ভারত পাকিস্তানের ছয়টি যুদ্ধবিমান ধ্বংস করেছে এবং একাধিক এফ-১৬ বিমানে গুরুতর ক্ষতি করেছে। এই সামরিক সাফল্যের জন্যই স্বাধীনতা দিবসে মঞ্চে উঠছে ‘সিন্দুর’-এর বীর সেনানীরা।

 Bharat: Indian military officers will be honored with top gallantry medals on Independence Day for their role in the successful ‘Operation Sindoor.’ The mission, launched after a terrorist attack, neutralized over 100 militants and destroyed key Pakistani military targets.