অপারেশন আখল: কুলগামে খতম এক TRF জঙ্গি, ডাচিগামে ঘেরাও আরও ২

শ্রীনগর: ফের জঙ্গি দমন অভিযানে সাফল্য নিরাপত্তা বাহিনীর। জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার আখল অরণ্য এলাকায় সংঘর্ষে খতম এক জঙ্গি। আরও দুই জঙ্গিকে ঘিরে ফেলেছে…

Op Akhal Terrorist killed

শ্রীনগর: ফের জঙ্গি দমন অভিযানে সাফল্য নিরাপত্তা বাহিনীর। জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার আখল অরণ্য এলাকায় সংঘর্ষে খতম এক জঙ্গি। আরও দুই জঙ্গিকে ঘিরে ফেলেছে সেনা, চলছে টানা এনকাউন্টার। ‘অপারেশন আখল’-এর অংশ হিসেবে এই যৌথ অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশ (Op Akhal Terrorist killed)। চিনার কর্পস এক্স-এ (পূর্বতন টুইটার) একটি পোস্টে খবরটি নিশ্চিত করেছে।

সূত্রের খবর, নিহত ও ঘেরাও জঙ্গিরা ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF)-এর সঙ্গে যুক্ত। TRF আসলে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তইবার ছদ্মপরিচয়। সম্প্রতি পহেলগাঁও হামলার সঙ্গেও এদের প্রত্যক্ষ জড়িত থাকার প্রমাণ মিলেছে বলে দাবি গোয়েন্দা সূত্রের।

   

ডাচিগাম ন্যাশনাল পার্কে লুকিয়ে থাকা জঙ্গিরা

গোপন সূত্রে খবর পেয়ে শুরু হয় যৌথ তল্লাশি অভিযান। সেনার উপস্থিতি টের পেয়ে প্রথমে গুলি চালায় জঙ্গিরা, পাল্টা জবাব দেয় বাহিনী। সংঘর্ষের জেরে এক জঙ্গি খতম হয়, আর দুই জন সম্ভবত আশ্রয় নিয়েছে শ্রীনগরের কাছাকাছি ডাচিগাম ন্যাশনাল পার্কের গভীর অরণ্যে। এলাকা ঘিরে ফেলে চলছে চিরুনি তল্লাশি।

‘অপারেশন মহাদেব’-এর পরপরই দ্বিতীয় সাফল্য

মাত্র ক’দিন আগেই ‘অপারেশন মহাদেব’-এ তিন পাকিস্তানি TRF জঙ্গিকে খতম করেছিল সেনা। ওই অভিযানে মারা যায় লস্করের শীর্ষ কমান্ডার সুলেমান শাহ ওরফে মুসা ফৌজি, যিনি পহেলগাঁও হামলার মূল ষড়যন্ত্রী বলে ধরা হয়। উদ্ধার হয় বিপুল অস্ত্রভান্ডার, একটি M4 কার্বাইন, দু’টি একে-৪৭ রাইফেল এবং ১৭টি গ্রেনেড।

Advertisements

পাঁচ জঙ্গির মধ্যে চারজন খতম, একজন এখনও ফেরার

গোয়েন্দা রিপোর্ট বলছে, ওই অঞ্চল জুড়ে মোট পাঁচজন TRF জঙ্গির সক্রিয় থাকার তথ্য ছিল। ‘অপারেশন মহাদেব’-এ তিনজন, এবং আজকের ‘অপারেশন আখল’-এ আরও একজন নিহত। অর্থাৎ এখনও এক জঙ্গি জঙ্গলে কোথাও লুকিয়ে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

সতর্ক সেনা, কঠোর নজরদারি

সেনা ও নিরাপত্তা বাহিনীর উচ্চ পর্যায়ের আধিকারিকরা জানিয়েছেন, যতদিন না শেষ জঙ্গিটিকেও ধরা যায়, ততদিন পর্যন্ত তল্লাশি অভিযান অব্যাহত থাকবে। গোটা এলাকা ড্রোন ও থার্মাল ইমেজিং প্রযুক্তির মাধ্যমে নজরে রাখা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।