শহরের আকাশে ঝলমলে আতসবাজি, ঘরে ঘরে দীপাবলির আলো, মিষ্টির খুশির গন্ধ—একটা উজ্জ্বল উৎসবের ছবি। কিন্তু এই একই সময়ে, কিছু কিলোমিটার দূরে গ্রামের চিত্রটা একেবারেই উল্টো। সেখানে নেই আলো, নেই উৎসবের রঙ। একটা ছোট প্রদীপ কেনারও সামর্থ্য নেই বহু কৃষকের। এই বৈপরীত্যই যেন প্রতিফলিত করছে বর্তমান ভারতের আর্থ-সামাজিক বৈষম্যের বাস্তব চেহারা।
পুনে জেলার এক প্রান্তে অবস্থিত পুরন্দর তালুকের এক কৃষকের (Onion Price) গল্প এখন ভাইরাল। তিনি পেঁয়াজ চাষ করেছিলেন ৭.৫ কুইন্টাল, অর্থাৎ ৭৫০ কেজি। ফসলের খেত ছিল তাঁর গর্ব, তাঁর স্বপ্ন। কিন্তু সে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় যখন তিনি বাজারে গিয়ে বুঝতে পারেন—এই পরিমাণ পেঁয়াজ বিক্রি করেও তাঁর আয় হয়েছে মাত্র ৬৬৪ টাকা! অথচ এই চাষে তিনি খরচ করেছিলেন প্রায় ৬৬,০০০ টাকা। এক কুইন্টাল পেঁয়াজের দাম যা পাওয়া উচিত ছিল, সেই টাকায় কিনতে পারা যায় না শহরে এক বেলার খাবারও।
এই কৃষক জানাচ্ছেন, অনিয়মিত বৃষ্টি ও হঠাৎ করে প্রবল বর্ষণের কারণে তাঁর বেশিরভাগ পেঁয়াজ পচে গিয়েছিল। যা সামান্য পরিমাণে তিনি বাঁচাতে পেরেছিলেন, সেই পেঁয়াজ ১,৫০০ টাকা খরচ করে প্যাকিং করিয়েছিলেন। এরপর তা বাজারে নিয়ে গিয়ে বিক্রির চেষ্টা করেন। কিন্তু ফলাফল—মাত্র ৬৬৪ টাকা আয়!