J&K: জঙ্গিদের গুলিতে শহীদ পুলিশ কর্মী

ফের জঙ্গিদের গুলিতে শহীদ হলেন এক পুলিশ কর্মী।জানা গিয়েছে, মঙ্গলবার শ্রীনগরের লালবাজার এলাকায় একটি নাকা পার্টিতে জঙ্গিদের গুলিতে এক পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। Advertisements এছাড়া আহত…

ফের জঙ্গিদের গুলিতে শহীদ হলেন এক পুলিশ কর্মী।জানা গিয়েছে, মঙ্গলবার শ্রীনগরের লালবাজার এলাকায় একটি নাকা পার্টিতে জঙ্গিদের গুলিতে এক পুলিশকর্মীর মৃত্যু হয়েছে।

Advertisements

এছাড়া আহত হয়েছেন আরও দু’জন। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, “শ্রীনগর শহরের লাল বাজার এলাকায় জঙ্গিরা পুলিশের নাকা পার্টিতে গুলি চালায়, যাতে তিনজন পুলিশ আহত হয় এবং তাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়। এলাকাটি ঘিরে ফেলা হয়েছে’।

   

পরে আরেকটি বিবৃতি জারি করে পুলিশ জানায়, “এএসআই মুশতাক আহমেদ আহত হয়ে মারা যান এবং শহীদ হন। কর্তব্যপালনে শহীদের সর্বোচ্চ আত্মত্যাগের জন্য আমরা তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি। আহত বাকি দুই কর্মীকে চিকিৎসা দেওয়া হচ্ছে’।