‘৫ জুলাই কোটি কোটি মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকবে’, টাকার পরিমাণও বলে দিলেন রাহুল

ইন্ডি জোট (Rahul Gandhi) ক্ষমতায় এলে দরিদ্র পরিবারগুলির পাশে দাঁড়াবে কেন্দ্র। পরিবারের মহিলাদের অ্যাকাউন্টে ৮৫০০ টাকা করে পাঠানো হবে। ঘোষণা রাহুল গান্ধীর। Advertisements আজ, রবিবার…

Congress MP Rahul Gandhi to give up wayanad seat keep Raebareli, পারিবারিক ঘাঁটিতে জয় পেতেই 'দুঃসময়ের আশ্রয়' ওয়ানাডকে বিদায় রাহুল গান্ধীর

ইন্ডি জোট (Rahul Gandhi) ক্ষমতায় এলে দরিদ্র পরিবারগুলির পাশে দাঁড়াবে কেন্দ্র। পরিবারের মহিলাদের অ্যাকাউন্টে ৮৫০০ টাকা করে পাঠানো হবে। ঘোষণা রাহুল গান্ধীর।

Advertisements

আজ, রবিবার হিমাচল প্রদেশের সভা থেকে রাহুল (Rahul Gandhi) বলেন, ৫ জুলাই কোটি কোটি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮৫০০ টাকা পাঠানো হবে। জুলাই মাসে ৫ তারিখ, ৫ অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি… এভাবেই চলতে থাকবে।

   

সংবাদ মাধ্যমকেও এদিন তুলোধনা করেন কংগ্রেস নেতা। রাহুল বলেন, আমি আপনাদের এখনই বলে যাচ্ছি, যখন মহিলাদের সাহায্য করা হবে, সংবাদ মাধ্যমের লোকজনেরা বলবে, দেখো ইন্ডি জোট গরিবদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দিয়ে ওনাদের ক্ষমতা নষ্ট করে দিচ্ছে। আমি বলব, আপনারা বেশি বললে টাকা দ্বিগুণ করে দেব।

দেশের গরিবদের সাহায্য করাই যে নতুন সরকারের মূল উদ্দেশ্য হবে, আজ ফের তা স্পষ্ট করে দেন রাহুল। তিনি বলেন, এনারা (মোদী সরকার) ২২ ক্রোড়পতি বানিয়েছেন। তাই এবার আমাদেরও তো কাজ করতে হবে। আমরা কোটি কোটি লাখপতি বানাব। দেশের সমস্ত গরিব লোকের তালিকা তৈরি হবে। এটাই আমাদের প্রথম কাজ হবে।

ইন্ডি জোটের প্রধানমন্ত্রীর দৌড়ে কে? বিরাট নাম সামনে আনলেন মোদী

তালিকায় কারা কারা থাকবে তাও জানিয়ে দেন রাহুল। বলেন, প্রত্যেক গরিব পরিবারের একজন মহিলার নাম নির্বাচিত করা হবে। হিমাচল প্রদেশ, উত্তর প্রদেশ, তামিলনাড়ু…সমস্ত রাজ্যে। এই তালিকায় কৃষকের পরিবার থাকবে, মজদুরের পরিবার থাকবে, বেকারদের পরিবার থাকবে, ছোট ব্যবসায়ীদের পরিবার থাকবে।

শিল্পপতি গৌতম আদানি প্রসঙ্গ তুলে এর আগে বহুবার মোদীকে আক্রমণ করেছেন রাহুল। এদিনও আদানির নাম করে প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদীকে আক্রমণ শানান রাহুল গান্ধী। তাঁর কথায়, ১০ বছরে ওনারা ১৬ লক্ষ কোটি টাকা ২২-২৫ জন লোককে দিয়েছে। মানে ২২ কোটিপতি ওনারা বানিয়েছেন।

‘ভোটব্যাঙ্কের দাসত্ব করতে গিয়ে মুজরা করেছেন বিরোধীরা’, খোঁচা মোদীর

রাহুল বলেন, যদি আপনি আদানির শেয়ারের দাম দেখেন প্রধানমন্ত্রী মোদী শপথ নেওয়ার পর, আর আজ আপনি গুগলে গিয়ে দেখেন, পার্থক্যটা বুঝতে পারবেন। আদানিজির শেয়ার বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে, সোজাসুজি। গোটা দেশ জানে, যারা শেয়ার কিনছে তাঁরাও জানে, যদি নরেন্দ্র মোদী থাকে, তাহলে আদানির ব্যবসায় গগনচুম্বী হবে, গোটা দেশ জানে। সমস্ত শিল্পপতিই জানেন।