ভুবনেশ্বর মেট্রো রেল বন্ধের সিদ্ধান্তে রাজনীতির পারদ চড়ছে

ওডিশার রাজনীতিতে ফের একবার বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে ভুবনেশ্বর মেট্রো রেল প্রকল্প। (Bhubaneswar Metro Rail) রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিজু জনতা দলের প্রধান নবীন পট্টনায়ক…

Odisha Cancels Bhubaneswar Metro Project; Naveen Patnaik Calls Decision 'Shocking'

ওডিশার রাজনীতিতে ফের একবার বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে ভুবনেশ্বর মেট্রো রেল প্রকল্প। (Bhubaneswar Metro Rail) রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিজু জনতা দলের প্রধান নবীন পট্টনায়ক তীব্র ভাষায় সমালোচনা করলেন বর্তমান ওডিশা সরকারকে। তাঁর অভিযোগ, বিজেপি সরকার ক্ষমতায় এসেই এই জনমুখী প্রকল্প বাতিল করে রাজ্যের উন্নয়নকে অন্তত দশ বছর পিছিয়ে দিল।(Bhubaneswar Metro Rail) 

নবীন পট্টনায়ক জানান, তাঁর মুখ্যমন্ত্রিত্বের সময়েই ভুবনেশ্বর শহরে মেট্রো রেল চালুর পরিকল্পনা (Bhubaneswar Metro Rail) গ্রহণ করা হয়। এই প্রকল্প বাস্তবায়নের জন্য দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের (ডিএমআরসি) সঙ্গে একটি চুক্তিও সম্পন্ন হয়েছিল। সব দিক দিয়ে পরিকল্পনা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল। কিন্তু, সম্প্রতি বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির নেতৃত্বে সেই চুক্তি বাতিল করে দেয়া হয়েছে বলে অভিযোগ নবীন পট্টনায়কের(Bhubaneswar Metro Rail) 

   

এই সিদ্ধান্তকে ‘অভিশপ্ত’ এবং ‘বিপজ্জনক’ বলে আখ্যা দিয়েছেন নবীন পট্টনায়ক। তাঁর মতে, “এই প্রকল্প বাতিলের সিদ্ধান্ত ভুবনেশ্বর তথা গোটা ওডিশার ভবিষ্যতের সঙ্গে বিশ্বাসঘাতকতা। এটা শুধু একটি প্রকল্প বাতিল নয়, (Bhubaneswar Metro Rail) উন্নয়নের গতি থামিয়ে দেওয়ার সিদ্ধান্ত।”

তিনি আরও বলেন, “ডবল ইঞ্জিন সরকার আসলে ওডিশাবাসীর স্বপ্নে জল ঢালছে। এই ধরনের সিদ্ধান্ত(Bhubaneswar Metro Rail) একেবারেই রাজ্যের মানুষের স্বার্থের পরিপন্থী। আমরা দীর্ঘদিন ধরে ওডিশার পরিকাঠামো উন্নয়নের কথা চিন্তা করে মেট্রো প্রকল্পের পরিকল্পনা করেছিলাম। সেটাকে নস্যাৎ করে বিজেপি প্রমাণ করে দিল, তারা শুধু ভোটের রাজনীতিই বোঝে, উন্নয়ন নয়।”

নবীন পট্টনায়ক এক্স (পূর্বতন টুইটার)-এ একটি পোস্টে তীব্র ভাষায় সমালোচনা করে লেখেন, “ভবিষ্যতের ওডিশাকে আধুনিক ও পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থার পথে এগিয়ে নিয়ে যাওয়ার প্রথম পদক্ষেপ ছিল ভুবনেশ্বর মেট্রো। আজ সেই স্বপ্নকে গলা টিপে হত্যা করা হয়েছে। এই সিদ্ধান্তে শুধু ভুবনেশ্বর নয়, সমগ্র রাজ্যের মানুষ বঞ্চিত হল।(Bhubaneswar Metro Rail) 

তিনি আরও দাবি করেন, রাজ্যের বর্তমান বিজেপি সরকার উন্নয়ন নয়, প্রতিহিংসার রাজনীতিতেই বেশি মনোযোগ দিচ্ছে। “আমাদের তৈরি করে যাওয়া প্রতিটি জনমুখী প্রকল্পকে একে একে বাতিল করছে মোহন মাঝির সরকার। এটি রাজনৈতিক বিদ্বেষ ছাড়া কিছু নয়,” মন্তব্য নবীন পট্টনায়কের।(Bhubaneswar Metro Rail) 

Advertisements

প্রসঙ্গত, ভুবনেশ্বর মেট্রো প্রকল্পের আওতায় প্রথম ধাপে ২৬ কিলোমিটার দীর্ঘ একটি করিডোর তৈরির পরিকল্পনা ছিল, যা ভুবনেশ্বর বিমানবন্দর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলি ছুঁয়ে যাবে। এতে যেমন শহরের যাতায়াত ব্যবস্থা আরও উন্নত হত, তেমনি পরিবেশদূষণ কমানো, কর্মসংস্থান সৃষ্টি এবং নগরায়ণের গতি তরান্বিত হওয়ার সম্ভাবনা ছিল।

তবে সরকারিভাবে এখনো পর্যন্ত এই প্রকল্প বাতিলের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে বিজেপি নেতাদের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, মেট্রো প্রকল্পের অর্থনৈতিক কার্যকারিতা এবং দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ খরচ নিয়ে পুনর্বিবেচনার প্রয়োজন ছিল, তাই প্রকল্প আপাতত স্থগিত করা হয়েছে।

রাজ্যজুড়ে এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্ম এবং শহুরে ভোটারদের মধ্যে এই প্রকল্পের জনপ্রিয়তা ছিল বেশ বেশি। তাদের একাংশ মনে করছে, এই সিদ্ধান্তের রাজনৈতিক মাশুল বিজেপিকে ভবিষ্যতে দিতে হতে পারে।

এখন দেখার বিষয়, নবীন পট্টনায়কের এই কড়া আক্রমণের প্রেক্ষিতে রাজ্য সরকার কী প্রতিক্রিয়া জানায়, এবং ভবিষ্যতে মেট্রো প্রকল্প পুনরায় চালু করার কোনো উদ্যোগ নেয় কি না। তবে আপাতত রাজ্যের রাজনীতিতে ভুবনেশ্বর মেট্রো প্রকল্প বাতিল ইস্যু এক বড় বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।