অসি নাগরিকের হত্যাকারীকে মুক্তি দেওয়া হোক, সরব ওড়িশার মুখ্যমন্ত্রী

খুনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীর মুক্তির পক্ষে সওয়াল বিজেপির। খ্রীষ্টান মিশনারি গ্রাহাম স্টেইনের পরিবারকে হত্যায় সাজাপ্রাপ্ত দাঁরা সিংকে মুক্তি দেওয়া হোক। এবার এমন দাবিতেই সরব হলেন…

Why BJP picked Mohan Majhi as Odisha CM over others , ওড়িশার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি

খুনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীর মুক্তির পক্ষে সওয়াল বিজেপির। খ্রীষ্টান মিশনারি গ্রাহাম স্টেইনের পরিবারকে হত্যায় সাজাপ্রাপ্ত দাঁরা সিংকে মুক্তি দেওয়া হোক। এবার এমন দাবিতেই সরব হলেন ওড়িষ্যার নয়া মুখ্যমন্ত্রী মোহন মাঝি। আদাতলে ঘোষিত অপরাধী দাঁরা সিং বর্তমানে ওড়িশার কেওনঝড় জেলে বন্দী রয়েছেন। দীর্ঘ প্রায় ২৫ বছর তিনি কারাগারের চার দেওয়ালে বন্দী। এর আগে বহুবার তাঁকে মুক্তি দেওয়ার দাবি উঠেলেও শেষ পর্যন্ত আইনি জটিলতায় ছাড়া পায়নি বজরং দলের এই নেতা।

খ্রীষ্টান মিশনারি তথা অস্ট্রেলিয়ার নাগরিক গ্রাহাম স্টেইনের গোটা পরিবারকে ১৯৯৯ সালে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠেছিল দাঁরা সিং-য়ের বিরুদ্ধে। তখন দিল্লির মসনদে বাজপেয়ীর এনডি সরকার। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা দেশে। পুলিশি তদন্তে উঠে আসে হাড়হিম করা ঘটনা। সেই বিবরণ দিতে গেলে আজও রোম কূপ খাঁড়া হয়ে যায় স্থানীয়দের।

   

১৯৯৯ সালের এক রাতের ঘটনা। পরিবারের সদস্যদের নিয়ে ঘরেই ছিলেন গ্রাহাম স্টেইন। মাঝরাতে হঠাত্ তাঁর বাড়িতে হানা দেয় দাঁরা সিং সহ বজরং দলের কয়েক সদস্য। বাইরে থেকে বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তারপর গোটা বাড়িতে আগুন ধরিয়ে দেয় ওই দুষ্কৃতীরা। রাতের অন্ধকার ভেদ করে আর্তনাদ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এই নৃশংস মৃত্যুর ঘটনায় শোরগোল পড়ে তদ্কালীন রাজনৈতিক মহলে। অস্ট্রেলিয়ার সরকারের তরফেও নিন্দা করা হয়েছিল এই ঘটনার। তারপর ২০০৩ সালে অভিযুক্ত দাঁরা সিংকে মৃত্যুদন্ডের সাজা শুনিয়েছিল ওড়িশার খোরদার আদালত। পরে সেই রায়ের বিরুদ্ধে আপিল জানালে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় ওড়িশা হাইকোর্ট।

২০২২ সালে সাজাপ্রাপ্ত দাঁরা সিং-য়ের দেখা করতে কেওনঝড় জেলে গিয়েছিলেন মোহন মাঝি। কিন্তু আইনি জটিলতার কারণে বজরং দলের ওই সদস্যের সঙ্গে তাঁকে দেখা করতে দেয়নি জেল কর্তৃপক্ষ। কিন্তু এবার মুখ্যমন্ত্রীর আসনে বসার পরই পুরনো কাসুন্দি ঘাঁটতে শুরু করলেন ওড়িশার নয়া মুখ্যমন্ত্রী। আর নয়া মুখ্যমন্ত্রীর এই দাবি নয়া মাত্রা যোগ করেছে জাতীয় রাজনীতিতে। বিজেপি বরাবর অপরাধীদের পাশে দাঁড়ায়,বিলকিস বানুর উদাহরণ টেনে প্রতিবাদে সরব হয়েছে বিরোধীরাও।