অক্টোবরে টানা পাঁচদিন ছুটি! জেনে নিন তালিকা

Diwali Durga Puja school holidays schedule

দুর্গাপুজো শেষ হতেই দেশজুড়ে ফের উৎসবের আমেজ। অক্টোবর মানেই আলোর উৎসব দীপাবলি, আর তার পরেই ছট পুজো। এই দুটি গুরুত্বপূর্ণ উৎসবকে ঘিরে দেশের একাধিক রাজ্যে টানা কয়েকদিন স্কুল-কলেজে পড়ুয়াদের জন্য ঘোষণা করা হয়েছে ছুটি (Holidays)।

Advertisements

২০২৫ সালের অক্টোবর মাসটি শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবকদের কাছেও হয়ে উঠতে চলেছে বিশেষ। কারণ এই সময়টায় দীপাবলি এবং ছট পুজোর ছুটি মিলিয়ে টানা ৫ থেকে ৬ দিন স্কুল বন্ধ থাকবে অনেক রাজ্যে। ফলে ছোট-বড় সকলেই ছুটির পরিকল্পনায় ব্যস্ত হয়ে পড়েছেন।

Advertisements

এই বছর দীপাবলি পড়ছে ২০ অক্টোবর ২০২৫ (সোমবার)। ফলে তার আগের ও পরের উৎসবের দিনগুলি মিলিয়ে স্কুল বন্ধ থাকবে ১৯ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত। এই ছুটি থাকবে মূলত হরিয়ানা, বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি এবং রাজস্থানের বেশিরভাগ স্কুলে।

এই সময়ের মধ্যে একাধিক উৎসবের দিনও রয়েছে —

১৯ অক্টোবর: ছোট দীপাবলি বা নারক চতুর্দশী

২০ অক্টোবর: দীপাবলি

২১ অক্টোবর: গোবর্ধন পূজা

২২ অক্টোবর: ভাইফোঁটা বা ভাববিজয়া

২৩ অক্টোবর: দীপাবলির পরবর্তী বিশ্রামের দিন

তবে, স্কুলের ছুটি রাজ্য ও জেলার শিক্ষা দপ্তরের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। তাই অভিভাবকদের পরামর্শ দেওয়া হচ্ছে সন্তানের স্কুলের অফিসিয়াল ওয়েবসাইট বা নোটিশ বোর্ড দেখে নিশ্চিত হতে।

দীপাবলির পরেই আসে সূর্য আরাধনার উৎসব ছট পুজো। উত্তরপ্রদেশ, বিহার ও ঝাড়খণ্ডে এই উৎসবকে কেন্দ্র করে বেশ কয়েকদিন স্কুলে ছুটি ঘোষণা করা হয়ে থাকে। এই বছর ছট পুজো শুরু হবে ২৫ অক্টোবর থেকে এবং চলবে ২৮ অক্টোবর পর্যন্ত।

এই চারদিনের মধ্যে থাকে —

২৫ অক্টোবর: নাহায় খায়

২৬ অক্টোবর: খারনা

২৭ অক্টোবর: প্রথম আরঘ্য

২৮ অক্টোবর: দ্বিতীয় আরঘ্য ও পারণ

অর্থাৎ দীপাবলির ছুটি শেষে পড়ুয়াদের হাতে আবারও লম্বা বিশ্রামের সুযোগ।

অক্টোবরের শেষে, ৩১ অক্টোবর, সর্দার বল্লভভাই প্যাটেল জয়ন্তী উপলক্ষে স্কুলে ছুটি থাকবে হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং গুজরাটে।

অক্টোবর মাসের টানা ছুটি মানেই একসঙ্গে পরিবারের সময় কাটানোর সুযোগ। বাবা-মায়েরা এই সময়টায় সন্তানদের নিয়ে বেড়াতে যাওয়ার বা আত্মীয়দের সঙ্গে দেখা করার পরিকল্পনা করে থাকেন। দীপাবলি ও ছট—দুই উৎসবই আলো, আনন্দ ও মিলনের বার্তা বয়ে আনে।

এই মাসে স্কুলের ছুটি কেবল পড়ুয়াদের নয়, অফিসপাড়া থেকে বাজার পর্যন্ত ছড়িয়ে দেয় উৎসবের রঙ। ফলে অক্টোবর ২০২৫ নিঃসন্দেহে দেশের নানা প্রান্তে হয়ে উঠতে চলেছে আনন্দ, ভ্রমণ ও উৎসবের মাস।