এআইআইএমএস ভুবনেশ্বরে গ্রেপ্তার নার্সিং অফিসার, যৌন হয়রানির অভিযোগে বিক্ষোভ

এআইআইএমএস ভুবনেশ্বরে (AIIMS Bhubaneswar) কর্মরত এক নার্সিং অফিসারকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার খণ্ডগিরি থানার এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, অভিযুক্ত নার্সিং অফিসার নানু…

Illegal Immigrants Arrested Delhi

এআইআইএমএস ভুবনেশ্বরে (AIIMS Bhubaneswar) কর্মরত এক নার্সিং অফিসারকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার খণ্ডগিরি থানার এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, অভিযুক্ত নার্সিং অফিসার নানু রাম চৌধুরীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার এক মহিলা পরিচারিকা অভিযোগ করেন যে, রবিবার (২৭ জুলাই) রাত ১টার দিকে অভিযুক্ত তাকে এক ডাক্তারের চেম্বারে ডেকে নিয়ে গিয়ে তার শালীনতা ক্ষুণ্ন করার চেষ্টা করেন। তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়ে হাসপাতালের নিয়ন্ত্রণ কক্ষে বিষয়টি জানান।

   

অভিযোগ দায়ের হওয়ার পরপরই, হাসপাতালের প্রধান ফটকের বাইরে আউটসোর্সিং সংস্থার সঙ্গে যুক্ত মহিলা পরিচারিকা ও অন্যান্য কর্মীরা বিক্ষোভে সামিল হন। অভিযুক্ত গ্রেপ্তার হওয়ার পর বিক্ষোভকারীরা আন্দোলন প্রত্যাহার করেন।

Advertisements

মহিলাটি জানান, “আমি ন্যায়বিচার এবং নার্সিং অফিসারের গ্রেপ্তার দাবি করছি। আমরা হাসপাতালে নিরাপদ নই।” এদিকে, এআইআইএমএস ভুবনেশ্বর কর্তৃপক্ষ ঘটনাটি অভ্যন্তরীণ অভিযোগ কমিটি (ICC)-তে পাঠিয়েছে বলে জানা গেছে।