Nupur Sharma: হজরত মহম্মদকে নিয়ে অশালীন মন্তব্য, গ্রেফতার হতে পারেন নূপুর শর্মা

Nupur Sharma

টিভি চ্যানেলে ইসলাম ও হজরত মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে হিন্দুত্ববাদী নেত্রী নূপুর শর্মার (Nupur Sharma) বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ। নূপুরকে গ্রেফতার করা হতে পারে। বিতর্ক থেকে বাঁচতে নূপুর শর্মাকে সাসপেন্ড করেছে বিজেপি। তিনি বিজেপির অন্যতম জাতীয় মুখপাত্র ছিলেন।

Advertisements

এদিকে নূপুর শর্মা চাপে পড়ে ক্ষমা নিজের অবস্থান থেকে সরে এলেও কটূক্তির জেরে ভারত সরকার আন্তর্জাতিক ক্ষেত্রে তীব্র সমালোচিত হচ্ছে। যদিও কূটনৈতিকস্তরে বিভিন্ন মুসলিম দেশগুলিকে বার্তা পাঠিয়ে পরিস্থিতি নরম করতে উগ্যোগী মোদী সরকার।তবে আল কায়েদার মতো জঙ্গি সংগঠন আত্মঘাতী হামলার হুমকি দেওয়ায় মোদী সরকার চিন্তিত।

দিল্লি পুলিশের তরফে এফআইআরে নূপুর শর্মার বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতির সমস্যা এবং ধর্মীয় বিশ্বাসে আঘাত করার অভিযোগ আনা হয়েছে। দিল্লি পুলিশের তরফে এফআইআর দায়ের হয়েছে দিল্লি বিজেপি মিডিয়া সেল নেতা নবীন কুমার জিন্দালের বিরুদ্ধেও।

Advertisements

নূপুর শর্মা ও নবীন জিন্দালের পাশাপাশি ধর্মীয় বিদ্বেষমূলক মন্তব্য ছড়ানোর অভিযোগে এফআইআর দায়ের হয়েছে, হিন্দু মহাসভার পূজা শাকুন পান্ডে, মৌলানা মুফতি নাম সহ আরও কয়েকজনের বিরুদ্ধে।

তবে নূপুরকে বিজেপি সাসপেন্ড করায় হিন্দুত্ববাদী সংগঠনগুলি ক্ষুব্ধ। বিজেপির একাংশে ক্ষোভ ছড়়িয়েছে। দিল্লি পুলিশ কোনও অবস্থায় তদন্ত হাল্কা করে দেখছে না।