গ্রাহকদের সুবিধা বাড়ল, UPI পেমেন্টে নতুন সীমা

দিল্লি: ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে আরও এক বড় পদক্ষেপ নিল জাতীয় পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)। ১৫ই সেপ্টেম্বর ২০২৫ থেকে কার্যকর হয়েছে ইউপিআই (UPI Rules) লেনদেনের…

UPI global expansion, Trinidad Tobago UPI, India payment technology

দিল্লি: ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে আরও এক বড় পদক্ষেপ নিল জাতীয় পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)। ১৫ই সেপ্টেম্বর ২০২৫ থেকে কার্যকর হয়েছে ইউপিআই (UPI Rules) লেনদেনের নতুন নিয়ম। এই নিয়ম অনুযায়ী নির্দিষ্ট কিছু ক্যাটেগরিতে ইউপিআই লেনদেনের সীমা ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে সর্বাধিক ১০ লক্ষ টাকা করা হয়েছে।

Advertisements

এনপিসিআই জানিয়েছে, যেসব মার্চেন্ট বা ব্যবসায়ী “Verified Merchant” হিসেবে চিহ্নিত, তাঁদের ক্ষেত্রেই এই বাড়তি সুবিধা কার্যকর হবে। সমস্ত সদস্য ব্যাংক ও অ্যাপগুলোকে এই নতুন নিয়ম ১৫ই সেপ্টেম্বরের মধ্যে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

   

নতুন ইউপিআই লেনদেন সীমা – পূর্ণাঙ্গ তালিকা

১. ক্যাপিটাল মার্কেট – ৫ লক্ষ / ১০ লক্ষ টাকা
২. ইনশিওরেন্স – ৫ লক্ষ / ১০ লক্ষ টাকা
৩. গভর্নমেন্ট ই-মার্কেটপ্লেস (EMD Payments) – ৫ লক্ষ / ১০ লক্ষ টাকা
৪. ট্রাভেল – ৫ লক্ষ / ১০ লক্ষ টাকা
৫. ক্রেডিট কার্ড বিল পেমেন্ট – ৫ লক্ষ / ৬ লক্ষ টাকা
৬. কলেকশনস – ৫ লক্ষ / ১০ লক্ষ টাকা
৭. বিজনেস/মার্চেন্ট (প্রি-অ্যাপ্রুভড পেমেন্টসহ) – ৫ লক্ষ টাকা
৮. জুয়েলারি – ২ লক্ষ / ৬ লক্ষ টাকা
৯. এফএক্স রিটেল (BBPS প্ল্যাটফর্মে) – ৫ লক্ষ টাকা
১০. ডিজিটাল অ্যাকাউন্ট ওপেনিং (টার্ম ডিপোজিটস) – ৫ লক্ষ টাকা
১১. ডিজিটাল অ্যাকাউন্ট ওপেনিং (ইনিশিয়াল ফান্ডিং) – ২ লক্ষ টাকা

পি-টু-এম লেনদেনে (P2M) বড় পরিবর্তন

নতুন নির্দেশ অনুযায়ী, পার্সন-টু-মার্চেন্ট লেনদেন (P2M Transactions)-এর সীমা এখন ১০ লক্ষ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। অর্থাৎ, আজ থেকে একজন গ্রাহক নির্দিষ্ট ভেরিফায়েড মার্চেন্টকে একদিনে সর্বাধিক ১০ লক্ষ টাকা পর্যন্ত ইউপিআইয়ের মাধ্যমে প্রদান করতে পারবেন।

পি-টু-পি (P2P) লেনদেন অপরিবর্তিত

তবে ব্যক্তি থেকে ব্যক্তির (P2P) ইউপিআই লেনদেনের সীমা অপরিবর্তিত থাকছে। প্রতিদিন সর্বাধিক ১ লক্ষ টাকা পর্যন্তই এই ধরনের লেনদেন করা যাবে।

এনপিসিআই-এর বক্তব্য, ইউপিআই এখন দেশের সবচেয়ে জনপ্রিয় পেমেন্ট ব্যবস্থা হয়ে উঠেছে। প্রতিদিন লক্ষ লক্ষ গ্রাহক বিভিন্ন খাতে এই পরিষেবা ব্যবহার করেন। বিমা, ট্রাভেল, ক্রেডিট কার্ড বিল বা ক্যাপিটাল মার্কেটের মতো উচ্চমূল্যের খাতে প্রায়শই গ্রাহকদের বড় অঙ্কের টাকা লেনদেন করতে হয়। সেই প্রয়োজন মেটাতেই নতুন সীমা নির্ধারণ করা হয়েছে।

অর্থনীতি বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপের ফলে ডিজিটাল পেমেন্ট আরও শক্তিশালী হবে এবং গ্রাহক ও ব্যবসায়ী—দু’পক্ষই উপকৃত হবেন।