“এবার হাইড্রোজেন বোমা ফাটবে!” যাত্রার শেষ দিনে ‘বিস্ফোরক’ রাহুল

পাটনা: বিহারের ২৫ টি জেলায় ১৬ দিন ব্যাপী মোট ১৩০০ কিলোমিটার অতিক্রম করে সোমবার পাটনার গান্ধী ময়দানে সমাপ্ত হতে চলেছে রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রা…

"এবার হাইড্রোজেন বোমা ফাটবে!" যাত্রার শেষ দিনে 'বিস্ফোরক' রাহুল

পাটনা: বিহারের ২৫ টি জেলায় ১৬ দিন ব্যাপী মোট ১৩০০ কিলোমিটার অতিক্রম করে সোমবার পাটনার গান্ধী ময়দানে সমাপ্ত হতে চলেছে রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রা (Voter adhikar yatra)। কেন্দ্র সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের প্রতিবাদী যাত্রার অন্তিম লগ্নে উপস্থিত তৃণমূল, শিবসেনা, এনসিপির মত “ইন্ডিয়া” জোটের শরিক দলের প্রতিনিধিরা।

“ভোট চোর, গদি ছোড়” (ভোট চোরেরা গদি ছাড়ুন) স্লোগান তুলে যাত্রা শুরু করেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। সোমবার যাত্রার অন্তিম দিনে আমেরিকা, চিনেও “ভোট চোর, গদি ছোড়” স্লোগান উঠেছে বলে দাবি করলেন তিনি। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে করে রাহুল বলেন, “এমনকি আমেরিকা, চিনেও মানুষ ভোট চোর, গদি ছোড় স্লোগান তুলেছেন।” যাত্রার শেষদিনে বিহারে কংগ্রেসের ‘জমি পুনরুদ্ধারে’ পূর্ণ উদ্যমে ময়দানে নেমে পড়েছেন রাহুল গান্ধী।

   

১৯৯০-এ জগন্নাথ মিশ্রের পর বিহারে ক্ষমতার মুখ দেখেনি কংগ্রেস। যদিও, আসন্ন নির্বাচনে মহাজোটের মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে নিজের নাম ঘোষণা করে দিয়েছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। তেজস্বীকে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে সমর্থন করলেও অক্টোবর-নভেম্বরে বিধানসভা নির্বাচনের আগে বিহারের মানুষের ভরসা ফিরে পাওয়ার এমন সুযোগ আর হাতে আসবে না কংগ্রেসের। তাই এদিন পুরোদমে বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন রাহুল গান্ধী।

Advertisements

তাঁর হুঙ্কার, “বিজেপির (BJP) লোকেরা কান খুলে শুনে রাখুন, এর আগে ভোট চুরি করে আপনারা অ্যাটম বোম দেখেছেন, এবার হাইড্রোজেন বোমা দেখবেন!” তাঁর উক্তি, “যারা মহত্মা গান্ধীর হত্যা করেছে, এখন সেই শক্তিই দেশের সংবিধানের হত্যা করতে মরিয়া! যাই হয়ে জাক না কেন, আমরা সংবিধানের (Constitution) হত্যা করতে দেব না। বিহার বিপ্লবের রাজ্য। সমগ্র দেশের কাছে বিহার বার্তা দিয়ে দিয়েছে, যে আমরা কোনভাবেই ভোট চুরি হতে দেব না”।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট শুরু হওয়া এই যাত্রার বিভিন্ন দিনে সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, সিপিআই(এমএল)-এর দীপঙ্কর ভট্টাচার্য, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী, তৃণমূলের ইউসুফ পাঠান, ললিতেশ তিওয়ারির মত ইন্ডিয়া জোটের নেতা, মন্ত্রীরা অংশগ্রহণ করেন। বিহারের সাসারাম থেকে শুরু হয়ে ঔরঙ্গাবাদ, গয়া, সিওয়ান, মুজফফরপুর, দ্বারভাঙ্গার মত ২৫ টি জেলা ঘুরে সোমবার সন্ধ্যায় পাটনার গান্ধী ময়দানে শেষ হবে ভোটার অধিকার যাত্রা।