দলবিরোধী কাজের অভিযোগ NDA দলের ৬ জনের বিরুদ্ধে, নেওয়া হল বড় পদক্ষেপ

লোকসভা ভোট মিটেছে দু মাস হতে চলল। এরই মাঝে রীতিমরো ‘খেলা’ শুরু হয়েছে গেল বিহার রাজ্যে। বড় সিদ্ধান্ত নিল নীতীশ কুমারের দল জেডিইউ। ২০২৪ সালের…

লোকসভা ভোট মিটেছে দু মাস হতে চলল। এরই মাঝে রীতিমরো ‘খেলা’ শুরু হয়েছে গেল বিহার রাজ্যে। বড় সিদ্ধান্ত নিল নীতীশ কুমারের দল জেডিইউ। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কার্যকলাপের অভিযোগে ৬ জনকে বহিষ্কার করল জেলা জেডিইউ কমিটি। এই মর্মে জেডিইউয়ের জেলা সভাপতি চন্দ্রকেতু সিং একটি চিঠি অবধি জারি করেছেন। জেডিইউ আবার এনডিএ (NDA) সদস্য। 

চিঠিতে বলা হয়েছে, এঁরা সকলেই লোকসভা নির্বাচনে প্রার্থী বিজয়লক্ষ্মী দেবীর বিরুদ্ধে কাজ করেছেন। দলবিরোধী কাজের জন্য বের করে দেওয়া হয়েছে জেলা সহ-সভাপতি বিনয় কুমার সিংহ, জেলা সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় কুমার সিংহ, চন্দন সিং, জাফর আলী এবং জেলা সম্পাদক সৌরভ কুমার মিশ্র ওরফে কিট্টুকে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, ভোটের নির্দল প্রার্থীর পক্ষে কাজ করেছিলেন এই ৬ জন দলীয় নেতা। 

   

এদিকে জেলা মুখপাত্র ব্যারিস্টার যাদবের বিরুদ্ধে দলের স্বার্থের বিরুদ্ধে কাজ করার অভিযোগ রয়েছে। অভিযোগ, এঁরা সকলেই বেশ কিছুদিন ধরে দলবিরোধী কার্যকলাপে যুক্ত ছিলেন। এ বিষয়ে ব্যবস্থা নিয়ে দল এই পদক্ষেপ নিয়েছে।

 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বসম্মতিক্রমে এনডিএ-র নেতা নির্বাচিত হন। ২০২৪-এর লোকসভা নির্বাচনে এনডিএ পেয়েছে ২৯৩টি আসন, ৫৪৩ আসনের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার সংখ্যা ২৭২টি ছাড়িয়ে গেছে। এর ফলে মোদীর টানা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পথ প্রশস্ত হল। চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বাধীন তেলুগু দেশম পার্টির (টিডিপি) পর জেডিইউ এনডিএ-র তৃতীয় বৃহত্তম শরিক। এই নির্বাচনে টিডিপি ১৬ টি আসন জিতেছে এবং জেডিইউ ১২ টি আসন জিতেছে।