NEET বিতর্কে এবার চরম পদক্ষেপ নিল সিবিআই (CBI)। নিট প্রবেশিকা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এবার এফআইআর দায়ের করল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে অন্তত এমনটাই জানা গিয়েছে।
সিবিআই আরও বলছে, নিট-ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে মামলা দায়ের করল সিবিআই। নিট-নেট নিয়ে হইচই পড়ে গিয়েছে সমগ্র দেশে। এদিকে এই দুর্নীতির পর সরকার নড়েচড়ে বসে এবং দেরি না করে দুর্নীতির তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়। দুই পরীক্ষা নিয়ে বিতর্কের পর দেশজুড়ে প্রতিনিয়ত আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
একই সময়ে, এখন সিবিআই এনইইটি পরীক্ষা মামলা নিয়ে অ্যাকশন মোডে এসেছে বলে মনে হচ্ছে। একদিন আগেই কেন্দ্র ঘোষণা করেছিল, পরীক্ষায় অনিয়মের অভিযোগে তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের নির্দেশে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করেছে সিবিআই। প্রায় ২৪ লক্ষ পড়ুয়া মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষায় বসেছিলেন। ৫ মে নিট-ইউজি পরীক্ষায় অনিয়ম, প্রতারণা, ও অসদাচরণের কিছু ঘটনা সামনে এসেছে।
এর আগে এই মামলায় কয়েকজনকে গ্রেফতারও করেছিল বিহার পুলিশ। একই সঙ্গে মহারাষ্ট্রে নিট পেপার ফাঁসের যোগসূত্রও মিলেছে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দুই শিক্ষককে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। যে শিক্ষকদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাঁদের সন্দেহের বশে ধরা পড়ে নান্দেদের সন্ত্রাস দমন শাখা।
বিরোধী ও সামাজিক সংগঠনগুলি এনইইটি ইউজি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ করেছে এবং এই বিষয়ে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানিয়েছে। এমন পরিস্থিতিতে নিট প্রশ্নপত্র ফাঁস মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিল কেন্দ্রীয় সরকার। বিহার পুলিশ এই মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে, যারা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে পরীক্ষার একদিন আগে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। পুলিশ এখন সলভার গ্যাংয়ের লোকজনকেও জিজ্ঞাসাবাদ করছে।
CBI registers FIR in alleged paper leak in NEET Entrance Examination: CBI sources pic.twitter.com/W9djygcccO
— ANI (@ANI) June 23, 2024