জাহাঙ্গীরপুরী-শাহিনবাগ অপারেশন শেষে নিউ ফ্রেন্ডস কলোনিতে চলল বুলডোজার

বেআইনি নির্মাণ নির্মূল করতে লাগাতার দিল্লির একাধিক জায়গায় বুল্ডোজার চালাচ্ছে প্রশাসন। জাহাঙ্গীরপুরী, শাহিনবাগের পর এবার নিউ ফ্রেন্ডস কলোনিতেও চলল বুলডোজার। জানা গিয়েছে, মঙ্গলবার দিল্লি মিউনিসিপ্যাল…

জাহাঙ্গীরপুরী-শাহিনবাগ অপারেশন শেষে নিউ ফ্রেন্ডস কলোনিতে চলল বুলডোজার

বেআইনি নির্মাণ নির্মূল করতে লাগাতার দিল্লির একাধিক জায়গায় বুল্ডোজার চালাচ্ছে প্রশাসন। জাহাঙ্গীরপুরী, শাহিনবাগের পর এবার নিউ ফ্রেন্ডস কলোনিতেও চলল বুলডোজার।

জানা গিয়েছে, মঙ্গলবার দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন মঙ্গলপুরীতে বুলডোজার চালায়। এদিকে মঙ্গলপুরিতে বুলডোজার গেলে বিধায়ক মুকেশ আহলাওয়াত বুলডোজারের সামনে শুয়ে পড়েন। তবে পুলিশ তাদের হেফাজতে নিয়েছে। অন্যদিকে, নিউ ফ্রেন্ডস কলোনিতে বুলডোজার চালানোর আগে, এমসিডি মানুষকে অবৈধ নির্মাণে রাখা পণ্যগুলি সরিয়ে ফেকার নির্দেশ দেয়। আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য এসডিএমসি দলের সঙ্গে দিল্লি পুলিশ এবং প্যারা ফোর্সের কর্মীরা রয়েছেন।

Advertisements

এমসিডি-র অ্যাসিস্ট্যান্ট সেক্টর অফিসার দীপক জানিয়েছেন, মঙ্গলপুরীর ৫০টি দোকানকে ব্যবস্থা নেওয়ার জন্য চিহ্নিত করা হয়েছে। শতকরা ৭০ ভাগ মানুষ নিজেরাই তাদের জিনিসপত্র সরিয়ে নিয়েছে। এর আগে সোমবার শাহিনবাগের দখল উচ্ছেদে অভিযান শুরু হয়। তা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। জনগণের বিক্ষোভের কারণে এমসিডি দলকে ফিরে আসতে হয়েছিল।