Mukesh Ambani: ‘২০০ কোটি টাকা না দিলে মরবে’ ফের খুনের হুমকি পেলেন মুকেশ আম্বানি

পরপর খুনের হুমকি আসছে অথচ পুলিশ পাচ্ছে না হুমকিদাতার খোঁজ। এদিকে আম্বানি পরিবার ভীত। কারণ, মুকেশ আম্বানিকে ই মেলে ফের খুনের হুমকি দিল একজন। এবার…

Mukesh Ambani: '২০০ কোটি টাকা না দিলে মরবে' ফের খুনের হুমকি পেলেন মুকেশ আম্বানি

পরপর খুনের হুমকি আসছে অথচ পুলিশ পাচ্ছে না হুমকিদাতার খোঁজ। এদিকে আম্বানি পরিবার ভীত। কারণ, মুকেশ আম্বানিকে ই মেলে ফের খুনের হুমকি দিল একজন। এবার তার দাবি আকাশছোঁয়া অর্থ।

আকাশছোঁয়া বাড়ির মালিক মুকেশ আম্বানির ঘরে পৌঁছে গেছে খুনের হুমকি। India Today জানাতে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি একই ই মেল অ্যাকাউন্ট থেকে আরেকটি খুনের হুমকি পেয়েছেন।এর আগেও আম্বানিকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। সেই হুমকিদাতা তখন দাবি করেছিল তাকে 20 কোটি টাকা দিতে হবে। টাকা না দিলে আম্বানিকে হত্যা করা হবে। এবার মুকেশ আম্বানির কোম্পানির ইমেল ঠিকানায় এক ব্যক্তি 200 কোটি টাকা দাবি করেছে এবং বলেছে যে আগের ই মেলের উত্তর না দেওয়ার কারণে, এই পরিমাণ 20 কোটি টাকা থেকে 200 কোটি টাকা হয়েছে।

পুলিশ জানিয়েছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি 200 কোটি টাকা না দিলে তাকে গুলি করার হুমকি দিয়ে একটি নতুন মৃত্যুর ইমেল পেয়েছেন।

Advertisements

অভিযোগ নথিভুক্ত, তদন্ত চলছে মুকেশ আম্বানির সিকিউরিটি ইনচার্জের অভিযোগের ভিত্তিতে, দক্ষিণ মুম্বাইয়ের গামদেবী পুলিশ একজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে ধারা 387 (চাঁদাবাজি করার জন্য একজন ব্যক্তিকে মৃত্যু বা গুরুতর আঘাতের ভয়ে রাখা) এবং 506 (2) এর অধীনে একটি মামলা নথিভুক্ত করেছে।