তিন রাজ্যে তল্লাশি চালিয়ে গ্রেফতার ১৪ আল কায়দা জঙ্গি

বড় সাফল্য পেল পুলিশ। দেশজুড়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে এক ধাক্কায় ১৪ জন আল কায়দা জঙ্গিকে গ্রেফতার (Al Qaeda terrorists arrested) করল পুলিশ। হ্যাঁ ঠিকই…

বড় সাফল্য পেল পুলিশ। দেশজুড়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে এক ধাক্কায় ১৪ জন আল কায়দা জঙ্গিকে গ্রেফতার (Al Qaeda terrorists arrested) করল পুলিশ। হ্যাঁ ঠিকই শুনেছেন। স্বাধীনতা দিবসের কয়েকদিন পরেই পুলিশের এহেন ধরপাকড়কে কুর্নিশ জানিয়েছেন সকলে।

জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার দিল্লি পুলিশের স্পেশাল সেল জঙ্গিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে। রাজস্থান ও উত্তরপ্রদেশ এসটিএফের সহযোগিতায় বিভিন্ন জায়গা থেকে ১৪ জন আল কায়দা জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ।

   

ধৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। রাজস্থানের ভিওয়াড়ি থেকে ৬ জন এবং ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশ থেকে ৮ জন জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, আল কায়দা মডিউলের সঙ্গে যুক্ত ১৪ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। ধৃতরা বিভিন্ন রাজ্যের বাসিন্দা, যার নেতৃত্বে ছিল ঝাড়খণ্ডের ডাঃ ইশতিয়াক। তবে এখানেই থেমে না থেকে বর্তমানে আরও বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ এবং আরও গ্রেফতারির আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, অনেক জায়গা থেকে অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, সাহিত্য ইত্যাদি উদ্ধার করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে এবং এ পর্যন্ত মোট ১৭টি স্থানে অভিযান চালানো হয়েছে। পুলিশ কর্তারা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

দিল্লি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বর্তমান অবস্থা অনুযায়ী এই মডিউলটির নেতৃত্বে ছিলেন ঝাড়খণ্ডের রাঁচির বাসিন্দা ডঃ ইশতিয়াক।’ এহেন ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই দেশে চাঞ্চল্য ছড়িয়েছে।  

বিশেষ সেল সম্ভাব্য সন্ত্রাসবাদী কার্যকলাপ ব্যর্থ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যার ফলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে দুর্দান্ত সাফল্য এসেছে। উল্লেখ্য, গত ৯ আগস্ট স্বাধীনতা দিবসের ঠিক আগে দিল্লি পুলিশের স্পেশাল সেল পুরনো দিল্লির দরিয়াগঞ্জ এলাকা থেকে আইএস জঙ্গি রিজওয়ান আলিকে গ্রেফতার করে।