“হিন্দুদের একার নয়”, চামুন্ডেশ্বরী মন্দির-বিতর্কে রাজপরিবারের নিশানায় শিবকুমার

বেঙ্গালুরু: মাইসোরের চামুন্ডেশ্বরী মন্দির নিয়ে মন্তব্যের জেরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার (D K Shivkumar)। চলতি সপ্তাহের গোড়ায় চামুন্ডি পাহাড়ের বিখ্যাত মন্দিরটি “কেবলমাত্র…

"হিন্দুদের একার নয়", চামুন্ডেশ্বরী মন্দির-বিতর্কে রাজপরিবারের নিশানায় শিবকুমার

বেঙ্গালুরু: মাইসোরের চামুন্ডেশ্বরী মন্দির নিয়ে মন্তব্যের জেরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার (D K Shivkumar)। চলতি সপ্তাহের গোড়ায় চামুন্ডি পাহাড়ের বিখ্যাত মন্দিরটি “কেবলমাত্র হিন্দুদের সম্পত্তি নয়” বলে মন্তব্য করেছিলেন তিনি। সরকারি সিদ্ধান্তে বুকার পুরস্কার জয়ী লেখিকা বানু মুস্তাককে দিয়ে ২০২৫ এর দশেরার উদ্বোধন করানো নিয়ে বিরোধীদের কটাক্ষের জবাবে ওই মন্তব্য করেছিলেন শিবকুমার। যার ফলে বিজেপি (BJP) সহ মাইসোর-রাজপরিবারের আক্রমণের মুখে পড়েছেন তিনি।

রাজপরিবারের বক্তব্য

   

মহারাজ শ্রীকান্তদত্ত নরসিংহরাজের স্ত্রী প্রমদা দেবী একটি বিবৃতিতে শিবকুমারের মন্তব্যকে “অসংবেদনশীল” এবং “অপ্রয়োজনীয়” বলে উল্লেখ করেছেন। তিনি লেখেন, “চামুন্ডেশ্বরী মন্দিরের পবিত্রতা নিয়ে শুরু হওয়া নোংরা রাজনীতির বিরুদ্ধে আমার ধিক্কার। ‘দশেরা’ উদযাপনের বিষয়ে কর্ণাটক সরকারের পদক্ষেপ হতাশাজনক”।

প্রমদা দেবীর পুত্র তথা বিজেপি সাংসদ যদুবীর কৃষ্ণদত্ত চমরাজা ওয়াদিয়ার উপমুখ্যমন্ত্রীর মন্তব্যকে “পীড়াদায়ক” এবং “হিন্দুদের ভাবাবেগে আঘাত” বলে উল্লেখ করেছেন। তিনি আরও বলেন, “হ্যাঁ, মন্দিরে অবশ্যই সবাই ঢুকতে পারে। তাই বলে আপনি জোর করে আধুনিক ধর্মনিরপেক্ষতা চাপিয়ে দিতে পারেন না। চামুন্ডি পাহাড় হিন্দুদের সম্পত্তি, এই বিষয়ে কোনও সন্দেহই নেই। উপমুখ্যমন্ত্রীর মন্তব্য সেটিকে বদলাতে পারবে না।”

Advertisements

শিবকুমারের জবাব

বৃহস্পতিবার সমালোচনার ঝড়ে ত্রস্ত শিবকুমারের পাল্টা বক্তব্য, “সত্য কারও সহ্য নয় না। সে রাজপরিবারের প্রমদা দেবী, যদুবীর বা কোনও নেতা, সাংবাদিক বা যেই হোন না কেন। মানুষ শুধু আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করতেই মরিয়া। তাই কথা না বলাই ভালো। দলের অন্যান্য নেতা, মুখপাত্ররা আছেন। প্রয়োজনে সংবাদমাধ্যমকে তাঁরাই যা বলার বলবেন।” পরে সমাজমাধ্যমে একটি পোস্ট করে বিতর্কের প্রত্যুত্তরে নিজের অবস্থান আরও স্পষ্টভাবে বুঝিয়ে দেন শিবকুমার।

কন্নড় ভাষায় তিনি লেখেন, “চামুন্ডেশ্বরী মাতা আমাদের ধর্মের অন্যতম অধিষ্ঠাত্রী। সব ধর্ম-জাতির মানুষই তাঁকে ভক্তি করেন, পুজো করেন। ওনার দর্শন পাওয়ার অধিকার সকলের আছে। মা কারও একার নন, তিনি সকলের। কেও মায়ের আরাধনা করায় নিষেধ করতে পারে না”। অন্য একটি সাংবাদিক সম্মেলনে শিবকুমার সাফ জানিয়ে দেন, “চামুন্ডি পাহাড় কারও ব্যক্তিগত নয় বরং সরকারি সম্পত্তি এবং প্রত্যেকের জন্য খোলা। আমি হিন্দু। কিন্তু আমি সব ধর্মকে শ্রদ্ধা করি, মানব ধর্মে বিশ্বাস করি”।