জুবিন মৃত্যু রহস্যে SIT র তালিকায় জনপ্রিয় অভিনেতার নাম ঘিরে চাঞ্চল্য

zubeen-garg-death-sit-summons-partha-hazarika-investigation

গুয়াহাটি: অসমের কিংবদন্তি সঙ্গীতশিল্পী জুবিন গার্গের মৃত্যুর তদন্তে নতুন মোড়। সিঙ্গাপুরে মৃত্যুর প্রায় দেড় মাস পর এবার তদন্তে নাম উঠল অভিনেতা পার্থ হাজারিকার । শনিবার বিশেষ তদন্তকারী দল (SIT) তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে।

Advertisements

জানা গিয়েছে, জুবিন এবং তাঁর স্ত্রী গরিমা গার্গ দু’জনের সঙ্গেই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল পার্থের। কিন্তু সাম্প্রতিক সপ্তাহগুলিতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু দাবি ও ভিডিওতে অভিযোগ উঠেছে, অভিনেতা নাকি ব্যক্তিগত তথ্যের ভিত্তিতে জুবিনকে ব্ল্যাকমেল করতেন। যদিও এ বিষয়ে পার্থ এখনো মুখ খোলেননি।

   

রোহিতকে টপকে বিশ্বরেকর্ড এই তারকা পাক ক্রিকেটারের

তদন্তকারীদের মতে, SIT-এর হাতে এখন সিঙ্গাপুর সরকারের পাঠানো গুরুত্বপূর্ণ প্রমাণ রয়েছে। কয়েকদিন আগেই সিঙ্গাপুর থেকে পাঠানো হয়েছে জুবিনের পোস্ট-মর্টেম ও টক্সিকোলজি রিপোর্ট, যা তদন্তে নতুন দিক উন্মোচন করতে পারে। এই রিপোর্ট ভারতের কাছে পাঠানো হয়েছে পারস্পরিক আইনি সহায়তা চুক্তি (MLAT)-এর আওতায়।

অসমের মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শুক্রবার বলেন, “আমাদের SIT যখন সিঙ্গাপুরে গিয়েছিল, তখন সেখানকার কর্তৃপক্ষ সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছিল। আজ তারা আনুষ্ঠানিকভাবে রিপোর্ট পাঠিয়েছে। এটি তদন্তে একটি বড় অগ্রগতি।” ৫২ বছর বয়সি জুবিন গার্গ ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সাগরে সাঁতার কাটার সময় মারা যান। ঘটনার পর থেকেই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এটি কি নিছক দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনও রহস্য লুকিয়ে আছে?

Advertisements

তদন্তে এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁরা সকলেই বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। SIT জানিয়েছে, প্রত্যেকের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়েছে, এবং ডিসেম্বরের ১৭ তারিখের মধ্যে চার্জশিট দাখিল করা হবে। হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেন, “SIT অত্যন্ত আত্মবিশ্বাসী যে তারা সত্য উদঘাটনে সক্ষম হবে। আসামের মানুষ ন্যায় বিচার পাবে। চার্জশিট জমা পড়লেই বোঝা যাবে তদন্ত কতটা গভীর হয়েছে।”

এদিকে, পার্থ হাজারিকাকে তলবের পর গোটা আসামে নতুন আলোচনার ঝড় উঠেছে। সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টে দাবি করা হচ্ছে, পার্থ ও জুবিনের মধ্যে বিগত কয়েক মাসে সম্পর্কের টানাপোড়েন ছিল। তদন্তকারীরা এই সম্পর্কের প্রেক্ষাপট এবং ব্যক্তিগত যোগাযোগের ডেটা খতিয়ে দেখছেন। SIT সূত্রে জানা গিয়েছে, পার্থ হাজরিকাকে জিজ্ঞাসাবাদের আগে তাঁর মোবাইল ও ডিজিটাল যোগাযোগের ইতিহাস সংগ্রহ করা হচ্ছে।

আসামের সাংস্কৃতিক মহলেও ব্যাপক আলোড়ন পড়েছে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখেছেন—“জুবিন শুধু একজন গায়ক ছিলেন না, তিনি ছিলে‌ন অসমের আত্মা। তাঁর মৃত্যুর সত্য সামনে আসা উচিত।” তদন্তকারীরা জানিয়েছেন, সিঙ্গাপুরের রিপোর্টে “শারীরবৃত্তীয় ও রাসায়নিক বিশ্লেষণের বিশদ ফলাফল” এসেছে, যা ফরেনসিক বিশেষজ্ঞরা এখন বিশ্লেষণ করছেন। রিপোর্ট অনুযায়ী, SIT এই মাসেই পুনরায় সিঙ্গাপুরে যোগাযোগ করে অতিরিক্ত নথি চাওয়ার পরিকল্পনা করছে।

সব মিলিয়ে, জুবিন গার্গের মৃত্যু তদন্ত এখন এক গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে। পার্থ হাজারিকার জিজ্ঞাসাবাদ ও সিঙ্গাপুরের রিপোর্ট মিলিয়ে আগামী কয়েক সপ্তাহেই পরিষ্কার হবে, আসলে কী ঘটেছিল ১৯ সেপ্টেম্বরের সেই সাঁতারের দিনে একটি দুর্ঘটনা, নাকি এক অন্ধকার ষড়যন্ত্র?