বিজেপি শাসিত অসমে বাংলার শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কাকে ডি লিট

Dr. Sanjiv Goenka has been conferred the Doctor of Letters (D.Litt.) by Assam Royal Global University for his contribution to industry, education, and society.

গুয়াহাটি, ৩১ অক্টোবর: দেশের অন্যতম শীর্ষ শিল্পপতি এবং আরপিজি গ্রুপের চেয়ারম্যান ড. সঞ্জীব গোয়েঙ্কা-কে (Dr Sanjiv Goenka) বৃহস্পতিবার অসম রয়্যাল গ্লোবাল বিশ্ববিদ্যালয় সম্মানিত করল ডক্টর অফ লেটারস (D.Litt.) উপাধিতে। শিল্প, শিক্ষা এবং সমাজকল্যাণে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবেই এই সম্মান দেওয়া হয়েছে।

Advertisements

ড. গোয়েঙ্কা নিজে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন —

   

“Deeply honoured to be conferred the Doctor of Letters (D.Litt.) by Assam Royal Global University.”

অসমের এই বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট শিল্পোদ্যোগী, শিক্ষাবিদ ও রাজ্য সরকারের প্রতিনিধিরা। বিজেপি শাসিত রাজ্যে এই স্বীকৃতি পাওয়াকে অনেকেই বাংলার শিল্পজগতের জন্যও এক বড় সম্মান হিসেবে দেখছেন।

আরপিজি গ্রুপ এবং সিইএসসি-র চেয়ারম্যান হিসেবে সঞ্জীব গোয়েঙ্কা শুধু শিল্পক্ষেত্রেই নয়, খেলাধুলার জগতেও একটি উজ্জ্বল নাম। আইএসএল ক্লাব এটিকে মোহনবাগান সুপার জায়ান্টস এবং আইপিএল টিম লখনউ সুপার জায়ান্টস-এর মালিক হিসেবে তিনি ভারতীয় ক্রীড়াজগতে নতুন দিগন্ত খুলে দিয়েছেন।

শিল্পোদ্যোগ ও কর্মসংস্থানে তাঁর ভূমিকার পাশাপাশি, শিক্ষা, পরিবেশ ও স্বাস্থ্যক্ষেত্রেও ড. গোয়েঙ্কার উদ্যোগ প্রশংসিত। তাঁর নেতৃত্বে আরপিজি গ্রুপ টেকসই উন্নয়ন ও কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার প্রকল্পে বড় ভূমিকা রাখছে।

Advertisements

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, বিজেপি শাসিত অসম থেকে এমন সম্মান পাওয়া একদিকে বাংলার শিল্পনেতৃত্বের প্রভাবের স্বীকৃতি, অন্যদিকে এটি উত্তর-পূর্ব ভারতের সঙ্গে কর্পোরেট জগতের সম্পর্ককেও আরও মজবুত করবে।

অসম রয়্যাল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে—

“Dr. Sanjiv Goenka has been a beacon of Indian entrepreneurship. His visionary leadership and ethical business practices make him an inspiration for future generations.”

এই সম্মান পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে সঞ্জীব গোয়েঙ্কা বলেন, “এই স্বীকৃতি আমাকে আরও দায়বদ্ধ করে তুলল। ভবিষ্যতে আরও কর্মসংস্থান ও টেকসই শিল্প গঠনে কাজ করে যাব।”