পিছিয়ে গেছে নর্থ ইস্ট! অরুণাচলে কংগ্রেসকে কটাক্ষ মোদীর

ইটানগর, ২২ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অরুণাচল প্রদেশ সফরে GST সংস্কার নিয়ে বক্তব্য রাখেন। বক্তব্য রাখতে গিয়ে তিনি কংগ্রেসের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেন। মোদী বলেন,…

Narendra Modi slams congress

ইটানগর, ২২ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অরুণাচল প্রদেশ সফরে GST সংস্কার নিয়ে বক্তব্য রাখেন। বক্তব্য রাখতে গিয়ে তিনি কংগ্রেসের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেন। মোদী বলেন, “অরুণাচল প্রদেশ যেখানে সূর্যের প্রথম আলো পড়ে, সেখানে দ্রুত উন্নয়নের আলো পৌঁছতে কয়েক দশক লেগেছে।” তিনি অভিযোগ করেন, দিল্লি থেকে দেশ পরিচালনাকারী কংগ্রেস সরকার অরুণাচলকে উপেক্ষা করেছে এই রাজ্যের কোনো উন্নতিসাধন করেনি।

তাঁর মতে, “কংগ্রেস মনে করত, অরুণাচলে জনসংখ্যা কম এবং মাত্র দুটি লোকসভা আসন, তাই এই রাজ্যের দিকে নজর দেওয়ার প্রয়োজন কী? এই মানসিকতা অরুণাচল ও সমগ্র উত্তর-পূর্ব ভারতের জন্য বড় ক্ষতির কারণ হয়েছে।” নবরাত্রির প্রথম দিনে অরুণাচলের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মোদী তাঁর সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

   

তিনি বলেন, “২০১৪ সালে দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার পর আমি সংকল্প নিয়েছিলাম, কংগ্রেসের এই সংকীর্ণ মানসিকতা থেকে দেশকে মুক্ত করব। আমাদের নীতি কোনো রাজ্যের ভোট বা আসনের সংখ্যার ওপর নির্ভর করে না, আমাদের একমাত্র লক্ষ্য ‘নেশন ফার্স্ট’। আমাদের মন্ত্র হলো ‘নাগরিক দেবো ভব’—নাগরিকই আমাদের কাছে ঈশ্বর। আমি তাদের পূজা করি, যাদের কথা কেউ কখনো জিজ্ঞাসা করেনি।”

মোদী আরও জানান, কংগ্রেসের শাসনামলে অরুণাচল প্রদেশ উপেক্ষিত ছিল, কিন্তু ২০১৪ সালের পর থেকে এই রাজ্য উন্নয়নের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তিনি বলেন, “আমরা অরুণাচলকে উন্নয়নের অগ্রাধিকার দিয়েছি। এখানকার মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে আমরা বিদ্যুৎ, স্বাস্থ্য, পর্যটন এবং অন্যান্য খাতে বড় প্রকল্প নিয়ে এসেছি।” তিনি অরুণাচলের প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রশংসা করে বলেন, এই রাজ্যের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব।

Advertisements

প্রধানমন্ত্রী এদিন ‘GST বাঁচত উৎসব’-এর সূচনা করেন এবং পরবর্তী প্রজন্মের GST সংস্কারের ঘোষণা দেন। তিনি বলেন, “এই সংস্কার ব্যবসা-বাণিজ্যকে আরও স্বচ্ছ ও সহজ করবে। ছোট ব্যবসায়ীরা এর থেকে উপকৃত হবেন।” তিনি জোর দিয়ে বলেন, তাঁর সরকারের লক্ষ্য প্রতিটি নাগরিকের কল্যাণ, এবং অরুণাচলের মতো প্রত্যন্ত রাজ্যগুলিও এই উন্নয়নের অংশীদার হবে।

২৫ সেপ্টেম্বর Xiaomi 17 সিরিজ লঞ্চ হচ্ছে, মিলবে ম্যাজিক ব্যাক স্ক্রিন ও শক্তিশালী ব্যাটারি

মোদী অরুণাচলের জনগণের উষ্ণ আতিথেয়তার প্রশংসা করে বলেন, “এই রাজ্যের মানুষের সংস্কৃতি ও ঐতিহ্য আমাকে মুগ্ধ করেছে। আমরা অরুণাচলের উন্নয়নের জন্য সবসময় পাশে থাকব।” তিনি আরও বলেন, উত্তর-পূর্ব ভারতের উন্নয়ন তাঁর সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। “আমরা উত্তর-পূর্বকে দেশের প্রধান দ্বার হিসেবে গড়ে তুলতে চাই,” বলে তিনি আশ্বাস দেন।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News