গুয়াহাটি: আসন্ন বিধানসভা অধিবেশনে ‘লাভ জিহাদ’ (Love JIhad), ‘বহুগামীতা’-র বিরুদ্ধে বিল পেশ করবে অসম সরকার বলে জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। নভেম্বরে বিধানসভা অধিবেশন বসার কথা আছে। ক্যাবিনেট দ্বারা খসড়া বিল পাশ হলে তবেই বিস্তারিত জানানো হবে বলে বুধবার সাংবাদিকদের জানিয়েছেন অসম-মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, “বিধানসভার আসন্ন অধিবেশনে, আমরা ‘লাভ জিহাদ’ (Love Jihad), বহুগামীতা (Polygamy), সাতরা (বৈষ্ণব মঠ) সংরক্ষণ এবং চা উপজাতিদের জমির অধিকারের মতো বিষয়গুলি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক বিল পেশ করব।”
আসামের সামাজিক ও সাংস্কৃতিক কাঠামো রক্ষার জন্য রাজ্য সরকার এই বিল পেশের বৃহত্তর উদ্যোগ নিয়েছে বলে জানান হিমন্ত। একই সাথে প্রান্তিক সম্প্রদায়ের জন্য ন্যায়বিচার এবং ক্ষমতায়ন নিশ্চিত করেন। সেইসঙ্গে প্রান্তিক সম্প্রদায়ের ন্যায়বিচার এবং ক্ষমতায়ন নিশ্চিত করেন।
কোটি টাকার স্থাপনা উদ্বোধন করেন হিমন্ত
এদিন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নগাঁওয়ের মহাত্মা গান্ধী পথের অলিম্পিক-মানের একটি আধুনিক সুইমিং পুলের উদ্বোধনও করেন, যা মুখ্যমন্ত্রীর পরিকাঠামো উন্নয়ন তহবিলের (সিআইডিএফ) আওতায় ৭.১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে।
খেলাধুলা এবং যুব সম্পৃক্ততা বৃদ্ধির জন্য তৈরি এই সুবিধাটি নগাঁওয়ের বিধায়ক রূপক শর্মার নেতৃত্বে বাস্তবায়িত হয়েছিল। এছাড়াও, মুখ্যমন্ত্রী ৪.২৭ কোটি টাকা ব্যয়ে স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম পরিচালকের অফিস ভবন এবং ৮.৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি বহুতল বাজার কমপ্লেক্সের উদ্বোধন করেন।