জুবিনের সন্দেহজনক মৃত্যুতে একাধিক FIR করলেন হিমন্ত

গুয়াহাটি, ২০ সেপ্টেম্বর: শনিবার, অসম সহ সারা ভারতে শোকের ছায়া নেমেছে। জনপ্রিয় গায়ক জুবিন গার্গের (Zubeen Garg) অকাল মৃত্যুর ঘটনায় রাজ্যের মানুষ অশ্রুসিক্ত। সিঙ্গাপুরে স্কুবা…

Zubeen Garg death suspicious

গুয়াহাটি, ২০ সেপ্টেম্বর: শনিবার, অসম সহ সারা ভারতে শোকের ছায়া নেমেছে। জনপ্রিয় গায়ক জুবিন গার্গের (Zubeen Garg) অকাল মৃত্যুর ঘটনায় রাজ্যের মানুষ অশ্রুসিক্ত। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন এই ৫২ বছরের সাংস্কৃতিক আইকন। এই ঘটনায় অসম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কড়া পদক্ষেপ নিয়েছেন। জুবিনের মৃত্যু সন্দেহজনক বলে দাবি করেছেন। তিনি একাধিক এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছেন এবং অসম পুলিশের ডিজিপি-কে নির্দেশ দিয়েছেন সকল এফআইআর-কে সিআইডি-তে হস্তান্তর করে একটি সমন্বিত মামলা রেজিস্টার করতে।

মুখ্যমন্ত্রী শর্মা তার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলেছেন, “জুবিন গার্গের দুঃখজনক এবং অকাল মৃত্যুর সাথে জড়িত হিসেবে শ্রী স্যামকানু মাহান্তা এবং শ্রী সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়েছে। আমি অসম পুলিশকে নির্দেশ দিয়েছি তদন্ত করতে।” এই পোস্টটি অসমের সাংস্কৃতিক জগতে ব্যাপক প্রতিক্রিয়া জাগিয়েছে।

   

স্যামকানু মাহান্তা হলেন সিঙ্গাপুরের নর্থ ইস্ট ফেস্টিভালের আয়োজক, যেখানে জুবিনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। অন্যদিকে,সিদ্ধার্থ শর্মা হলেন জুবিনের ব্যক্তিগত ম্যানেজার। মরিগাঁও থানায় আইনজীবী রতুল বোরা অবহেলার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। জুবিন গার্গ ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালে অংশ নিতে গিয়ে স্কুবা ডাইভিংয়ের সময় অজ্ঞান হয়ে পড়েন।

Advertisements

স্থানীয় অসমীয়া সম্প্রদায়ের কয়েকজন তাকে ইয়টে নিয়ে গিয়েছিলেন, যা ফেস্টিভালের অফিসিয়াল টিমের জানবার কথা ছিল না। দ্বিতীয়বার সাঁতার কাটার সময় তিনি খিঁচুনি খান এবং হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। অটপ্সি রিপোর্ট শনিবার প্রকাশিত হবে। মুখ্যমন্ত্রী শর্মা সিঙ্গাপুরের হাই কমিশনার সাইমন ওয়াং-এর সাথে কথা বলে বিস্তারিত তদন্তের অনুরোধ করেছেন, যার জবাবে পূর্ণ সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে।

ভারতকে Tejas Mk-2 এবং AMCA-এর ইঞ্জিন অফার করল ফ্রান্সের সাফরান 

জুবিন গার্গ অসম এবং সারা ভারতের সাংস্কৃতিক আইকন। যিনি অসমীয়া, বাংলা, হিন্দি সহ ৪০টিরও বেশি ভাষায় গান গেয়েছেন। ‘ইয়া আলি’ গানটি তাকে জাতীয় পর্যায়ে খ্যাতি এনে দিয়েছিল। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মল্লিকার্জুন খড়গে সহ রাজনৈতিক ব্যক্তিত্বরা শোক প্রকাশ করেছেন। মোদী বলেছেন, “জুবিনের সঙ্গীত সকলের মনে থাকবে।” অভিনেতা অদিল হোসেন তাঁর অসমীয়া সংস্কৃতির প্রতি অবদানের প্রশংসা করেছেন। জুবিনের স্ত্রী গরিমা সাইকিয়া এবং পরিবার এখনও শোকে মুহ্যমান।