অসম SIR ইস্যুতে নির্বাচন কমিশনের আদেশে বিস্ফোরক মুখ্যমন্ত্রী

assam-sir-nrc-eci-himanta-biswa-sarma-statement

গুয়াহাটি, ১৮ নভেম্বর: আসন্ন নির্বাচনের আগে অসমের (Assam SIR) ভোটার তালিকা সংশোধন করতে নির্বাচন কমিশনের বিশেষ উদ্যোগে রাজ্যজুড়ে রাজনৈতিক মহলে নতুন আলোচনা শুরু হয়েছে। নির্বাচন কমিশন (ECI) যখন অসমে SIR প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে।

Advertisements

ঠিক সেই সময় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই সিদ্ধান্তকে “স্বাগতযোগ্য” বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে তিনি তুলে ধরেছেন কেন এতদিন SIR করা সম্ভব হয়নি এবং NRC এখনও নোটিফাই না হওয়ায় কী ধরনের জটিলতা তৈরি হয়েছিল।

   

আল-জাওরা ম্যাচের প্রস্তুতিতে মগ্ন এফসি গোয়া

আজ এক সাংবাদিক বৈঠকে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “অসমে NRC নোটিফাই হয়নি। SIR করতে গেলে কোনো ব্যক্তির নাম NRC-তে থাকলে সেটা তাঁর নাগরিকত্বের স্বপক্ষে প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু NRC নোটিফাই না থাকায় এই ভিত্তি দেওয়া সম্ভব নয়।

এই কারণেই এতদিন SIR প্রক্রিয়া চালানো যায়নি।” মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের বিভিন্ন অঞ্চলে NRC নিয়ে আইনি জটিলতা এবং প্রশাসনিক মতানৈক্যের কারণে সরকার কেন্দ্রকে এখনো নোটিফিকেশন পাঠাতে পারেনি। ফলে SIR প্রক্রিয়ার মূল কাঠামোটাই অসমে কার্যকর করা কঠিন হয়ে যায়।

হিমন্তকে প্রশ্ন করা হলে তিনি জানান “NRC নোটিফাই করার কাজ আগামী বছর সম্পন্ন হবে। তার পরই ECI অসমে SIR চালাবে। এটা সরাসরি কমিশনের সিদ্ধান্ত।” তিনি আরও বলেন যে, এ বিষয়ে রাজ্য সরকার সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে যাতে ভবিষ্যতে ভোটার তালিকা নিয়ে আর কোনো প্রশ্ন না ওঠে।

Advertisements

NRC নোটিফাই না হওয়ায় যেখানে SIR আপাতত স্থগিত রাখতে হয়েছে, সেখানে নির্বাচন কমিশন অসমে স্পেশাল সামারি রিভিশন (SSR) চালানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে। “প্রতিটি নির্বাচনে ভোটার তালিকা পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। ভুলভ্রান্তি, ডুপ্লিকেশন বা বিদেশি নাগরিকের নাম যাতে তালিকায় না থাকে তা নিশ্চিত করাই SSR-এর উদ্দেশ্য। আমরা এর সম্পূর্ণ সমর্থন করছি।”

রাজ্য সরকারের বক্তব্য, SSR-এর মাধ্যমে অন্তত সেই সমস্ত নাম বাদ দেওয়া সম্ভব হবে যেগুলো স্পষ্টতই ভুল বা সন্দেহজনক। ফলে চূড়ান্ত SIR প্রয়োগের আগে ভোটার তালিকাকে ইতিমধ্যেই অনেকটাই ‘শুদ্ধ’ করা যাবে।

অসমে NRC এবং ভোটার তালিকা নিয়ে বহু দশক ধরে অস্থিরতা রয়েছে। ২০১৯ সালে NRC-এর চূড়ান্ত তালিকা প্রকাশ হলেও তা এখনও পর্যন্ত সরকার বা কেন্দ্র দ্বারা নোটিফাইড হয়নি। ফলে কারা বৈধ নাগরিক, কারা ভোটার তালিকায় থাকার অধিকার রাখে, এবং কারা বিদেশি হিসেবে চিহ্নিত এই প্রশ্নগুলো এখনও পুরোপুরি নিষ্পত্তি হয়নি।

SIR হল সেই প্রক্রিয়া যেখানে NRC-কে ভিত্তি করে আরও গভীর পুনর্বিবেচনা হয়। কিন্তু NRC নোটিফাই না হলে SIR চালু করা আইনি কাঠামোর দিক থেকেও সমস্যাজনক। হিমন্ত বিশ্ব শর্মা বলেন “আমরা চাই অসমের ভোটার তালিকা যেন সম্পূর্ণ নির্ভুল হয় ভুলমুক্তও হয়, বিদেশিমুক্তও হয়। ECI যেভাবে উদ্যোগ নিচ্ছে, সেটা আমরা স্বাগত জানাই।” রাজ্য সরকার জানিয়েছে আগামী কয়েক মাসের মধ্যেই পরবর্তী পদক্ষেপ ঠিক করতে কেন্দ্রের সঙ্গে নতুন পর্বের বৈঠক হবে।

NRC নোটিফিকেশন সম্পন্ন হবে আগামী বছর। এরপর Assam-এ SIR প্রক্রিয়া চালাবে ECI। তার আগে SSR-এর মাধ্যমে প্রাথমিক ‘পরিষ্কার’-পর্ব শুরু হবে। রাজ্য সরকার ও ECI যৌথভাবে কাজ করবে। ভোটার তালিকা সংশোধনের জন্য বাড়ি-ভিত্তিক যাচাইয়ের সম্ভাবনাও রয়েছে অসমের নাগরিক মহলে এই সিদ্ধান্তকে কেউ স্বাগত জানাচ্ছেন, কেউ আবার সন্দেহের চোখে দেখছেন। তবে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন বিদেশি মুক্ত ও ত্রুটি-মুক্ত ভোটার তালিকা তৈরি করাই সরকারের অগ্রাধিকার।