প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন ( PM Modi birthday) উপলক্ষে আসন্ন ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত অসম রাজ্য বিজেপি (Assam BJP) ‘সেবা পাক্ষিক’ (Seva Pakhwada) কর্মসূচি পালন করবে। এই সময়ে সারা রাজ্যে এবং দেশের অন্যান্য প্রান্তে একাধিক সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি আয়োজন করা হবে বলে রাজ্য বিজেপির তরফে জানানো হয়েছে।
এই ‘সেবা পাক্ষিক’-এর (Seva Pakhwada) অন্তর্ভুক্ত থাকবে—পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির, ক্রীড়া প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক কার্যক্রম। দলীয় মুখপাত্র ব্রজেন মহন্ত এক বিবৃতিতে জানান, এই বৃহৎ উদ্যোগকে সাফল্যমণ্ডিত করতে ইতিমধ্যেই ৬ সেপ্টেম্বর গুয়াহাটির আতল বিহারী বাজপেয়ী ভবনে রাজ্য কার্যালয়ে দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করা হয়।
রাজ্য সভাপতি দিলীপ শইকিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই কর্মশালায় উপস্থিত ছিলেন বিজেপির (Assam BJP) জাতীয় যুগ্ম কোষাধ্যক্ষ তথা জাতীয় পর্যবেক্ষক নরেশ বংশল। এ ছাড়াও উপস্থিত ছিলেন অসম প্রদেশ বিজেপির (Assam BJP) সহ-সভাপতি মনোজ বরুয়া, ডেপুটি লিডার রত্না সিংহ এবং ডেপুটি লিডার ও ‘সেবা পাক্ষিক’-এর (Seva Pakhwada) আহ্বায়ক জুরি শর্মা বরদোলই।
কর্মশালার প্রধান বক্তা হিসেবে নরেশ বংশল বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন কীভাবে এই সমস্ত কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত করা যাবে। এছাড়াও জেলা ও মণ্ডল পর্যায়েও কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা স্তরে কর্মশালা হবে ৬ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত এবং মণ্ডল স্তরে কর্মশালা অনুষ্ঠিত হবে ১১ থেকে ১৩ সেপ্টেম্বর।
রাজ্য বিজেপি (Assam BJP) জানিয়েছে, ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে রক্তদান শিবির। প্রথম ধাপে দেশের ১,০০০টি জেলায় এই শিবির আয়োজন করা হবে। এরপর ১৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত প্রতিটি মণ্ডলে রক্তদান শিবির চলবে। একই সময়ে স্কুল, হাসপাতাল, রেলস্টেশন, বাসস্ট্যান্ড, নামঘর, মন্দির, পার্ক, নদীর ধারে ও ঐতিহাসিক স্থানে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান চলবে।
সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে আয়োজিত হবে “বিকশিত ভারত ২০৪৭” শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এখানে “বিকশিত ভারত”, “আত্মনির্ভর ভারত” এবং “ডিজিটাল ইন্ডিয়া”র মতো বিষয়গুলিকে সামনে রেখে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। এর মাধ্যমে তরুণ প্রজন্মকে প্রধানমন্ত্রীর বিকশিত ভারতের স্বপ্নের সঙ্গে যুক্ত করার প্রচেষ্টা নেওয়া হবে।
১৭ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের প্রতিটি সরকারি ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে স্বাস্থ্য শিবির আয়োজন করা হবে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে ভার্চুয়ালি দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন।
১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবনভিত্তিক প্রদর্শনী আয়োজন করা হবে। এছাড়াও ১৯ ও ২০ সেপ্টেম্বর আয়োজিত হবে বুদ্ধিজীবী সম্মেলন, প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং বই বিতরণ কর্মসূচি।
২১ সেপ্টেম্বর আয়োজিত হবে “নমো ম্যারাথন”। ২৫ সেপ্টেম্বর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতি পুষ্পাঞ্জলি, তাঁর জীবন ও আদর্শ নিয়ে জেলা পর্যায়ে সেমিনার এবং প্রতিটি বুথে ‘মাতৃবৃক্ষ’ হিসেবে একটি করে গাছ রোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এছাড়াও রাজ্য ও জেলা স্তরে “আত্মনির্ভর ভারত” ও “ভোকাল ফর লোকাল” শীর্ষক বিশেষ প্রচারাভিযান চালানো হবে। যুবসমাজকে খেলাধুলায় সক্রিয়ভাবে যুক্ত করতে ২১ সেপ্টেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে সংসদ খেল প্রতিযোগিতা (Sansad Khel Pratiyogita)।
এই প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত থাকবে পাঁচটি অলিম্পিক খেলা—অ্যাথলেটিক্স, ফুটবল, ভলিবল, হকি ও বক্সিং। পাশাপাশি দেশীয় তিনটি জনপ্রিয় খেলা—কুস্তি, ব্যাডমিন্টন, বাস্কেটবল ও খো-খোও অন্তর্ভুক্ত থাকবে।
রাজ্য বিজেপি মুখপাত্র ব্রজেন মহন্ত দলীয় সকল কর্মীকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, “সেবা পাক্ষিক (Seva Pakhwada) শুধু কর্মসূচি নয়, এটি মানুষের কাছে পৌঁছে যাওয়ার একটি মহৎ উদ্যোগ। প্রত্যেক কর্মীকে একে সফল করার জন্য আত্মনিয়োগ করতে হবে।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে কেন্দ্র করে এই সেবা পাক্ষিক কর্মসূচি শুধু একটি উদযাপন নয়, বরং মানুষের কাছে পৌঁছনো এবং সমাজকল্যাণমূলক কাজের মাধ্যমে বিজেপির সাংগঠনিক শক্তিকে সুদৃঢ় করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। স্বাস্থ্য, পরিবেশ, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া—সবক্ষেত্রে জনসম্পৃক্ততার মাধ্যমে অসম বিজেপি রাজ্যজুড়ে এক নতুন সামাজিক বার্তা দিতে চলেছে।