“কেউ আটকাতে পারে না!”, কংগ্রেস নেতার “থাপ্পড়” বয়ানে পাল্টা তোপ কঙ্গনার

নয়াদিল্লি: তামিলনাড়ুতে পা রাখলে “কঙ্গনাকে থাপ্পড় মারা উচিৎ” বলে মন্তব্য করেছিলেন তামিলনাড়ুর প্রাক্তন কংগ্রেস-প্রধান কে এস আলাগিরি (KS Alagiri)। তাঁর এই ‘কটূক্তির’ প্রেক্ষিতে পাল্টা মন্তব্য…

নয়াদিল্লি: তামিলনাড়ুতে পা রাখলে “কঙ্গনাকে থাপ্পড় মারা উচিৎ” বলে মন্তব্য করেছিলেন তামিলনাড়ুর প্রাক্তন কংগ্রেস-প্রধান কে এস আলাগিরি (KS Alagiri)। তাঁর এই ‘কটূক্তির’ প্রেক্ষিতে পাল্টা মন্তব্য করলেন বলিউড অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাওত (Kangana Ranaut)। হিমাচলের বন্যা পরিস্থিতি সরেজমিন করতে গিয়েছেন কঙ্গনা।

Advertisements

কুলুতে সংবাদমাধ্যমকে তিনি বলেন, “আমাদের দেশে আমরা যেখানে ইচ্ছা যেতে পারি। কেউ আটকাতে পারে না। ওই যে বলে না, যদি কেউ আপনাকে ঘৃণা করে, তা সত্ত্বেও জানবেন, কিছু মানুষ আছে যারা আপনাকে ভালোবাসে”। এরপর নামোল্লেখ না করলেও কংগ্রেস নেতার বিরুদ্ধে তোপ দেগে ‘বলিউড কুইন’ বলেন, “থালাইভি ছবিতে জয়ললিতার চরিত্রে অভিনয়ের সময় আমি তামিলনাড়ুতে গেছি। আপনারা বিশ্বাস করবেন না, সংসদের ভোটাভুটির সময় চারজন বিরোধী দলের সাংসদ আমাকে থালাইভি বলে সম্বোধন করেন। এই পরিমাণ ভালোবাসা আমি পাই”। পাশাপাশি, মহিলাদের বিরুদ্ধে এই ধরণের মন্তব্য করা অনুচিত বলেও উল্লেখ করেন কঙ্গনা।

Advertisements

আলিগিরি কি বলেছিলেন?

রাজনীতি হোক বা বলিউড বিতর্কে প্রায়শই উঠে আসে ‘বলিউড কুইন’ কঙ্গনা রানাওয়ের নাম। বস্তুত, দিল্লিতে কৃষক আন্দোলনের সময় “১০০ টাকার বিনিময়ে বিক্ষোভে অংশগ্রহণের জন্য মহিলা কর্মীদের ভাড়া করা হয়েছে” বলে মন্তব্য করে বিতর্কের ঝড় তুলেছিলেন কঙ্গনা।

এই নিয়ে দিল্লি বিমানবন্দরে মহিলা সিআরপিএফ জওয়ান কঙ্গনাকে সপাটে চড় মেরেছিলেন। এই দুই ঘটনার প্রেক্ষিতে বরিষ্ঠ কংগ্রেস নেতা সম্প্রতি মন্তব্য করেন, “কঙ্গনা খুব ঔদ্ধত্যপূর্ণভাবে কথা বলেন। সাউথে (তামিলনাড়ুতে) এলে এই কথা না ভুলে ওনাকে থাপ্পড় মেরে দেবেন”।